নারায়ণগঞ্জের ফতুল্লার রেললাইন বটতলা এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলায় মুক্তি পেয়েছেন জুয়েল হোসেন (৩২)। সোমবার (১২ মে) সন্ধ্যায় নারায়ণগঞ্জ কারাগার থেকে মুক্তি লাভ করেন তিনি।
এসময় উচ্ছ্বসিত প্রকাশ করে জুয়েল বলেন, সন্ত্রাস চাঁদাবাজ প্রতিবাদ ও বিরোধ করায় ষড়যন্ত্রমূলকভাবে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছিলো। এই ঘটনায় আমি কোনোভাবেই জড়িত ছিলাম না। অবশেষে আমি এই মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়ে সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া জানাচ্ছি।
আপনার মতামত লিখুন :