News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

আড়াইহাজারে একরাতে ৪ বাড়িতে ডাকাতি, আহত ২


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | আড়াইহাজার প্রতিনিধি প্রকাশিত: মে ৫, ২০২৫, ০৪:৪১ পিএম আড়াইহাজারে একরাতে ৪ বাড়িতে ডাকাতি, আহত ২

আড়াইহাজারে একরাতে ৪ বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। রবিবার রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আগুয়ানদী গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে। রাত দেড়টা থেকে ৩ টা পর্যন্ত চলে এই ডাকাতি । এ ঘটনায় গোটা এলাকায় ডাকাত আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে  ১৫/২০  জনের মুখোশ পরিহিত ডাকাতদল আগুয়ান্দী গ্রামের ডা. আব্দুল  মান্নান, মামুন, জুম্মন দাস ও তার ভাড়াটিয়া বাবুর বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে ৪টি বাড়ি থেকে নগদ ২২ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালংকার, মোবাইলসহ অন্যন্য মামলামাল লুটে নেয়। এ সময় ডাক্তার আব্দুল মান্নানের বাড়িতে বৃষ্টি ও আছিয়া বেগম নামের ২ জনকে  আহত করে।  

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। 

Islam's Group