News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

সিটি কর্পোরেশনে তাণ্ডব : বেপরোয়া অটোচালকদের হামলায় রক্তাক্ত ১০


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম প্রকাশিত: মে ১২, ২০২৫, ০৪:২২ পিএম সিটি কর্পোরেশনে তাণ্ডব : বেপরোয়া অটোচালকদের হামলায় রক্তাক্ত ১০

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে সোমবার সকালে এক নজিরবিহীন ঘটনা ঘটেছে। অনুমোদনহীন অটোরিক্সা চালকরা সিটি কর্পোরেশনের ভবনে হামলা চালিয়েছে। এই হামলায় সিটি কর্পোরেশনের যানজট নিরসন কর্মী জান্নাতুল নাঈম শাওন, সম্রাট ও একজন নারীসহ প্রায় ১০ থেকে ১২ জন গুরুতর আহত হয়েছেন। শুধু তাই নয়, হামলাকারীরা প্রায় দেড় ঘণ্টা ধরে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রাখে, যা নগরীতে চরম আতঙ্ক সৃষ্টি করে।

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, "বিনা উস্কানিতে এই হামলা চালানো হয়েছে। আমাদের কর্মকর্তা-কর্মচারী এবং যানজট নিরসনে নিয়োজিত ছাত্র প্রতিনিধিদের উপর তারা আক্রমণ করে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।"

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত মূলত অনুমোদনহীন অটোরিক্সা চলাচলকে কেন্দ্র করে। সিটি কর্পোরেশন দীর্ঘদিন ধরে নগরীর যানজট নিরসনের জন্য অবৈধ অটোরিক্সা চলাচল বন্ধের চেষ্টা করছে। এর জের ধরেই আজ সকালে একদল অনুমোদনহীন অটোরিক্সা চালক সংঘবদ্ধ হয়ে সিটি কর্পোরেশন ভবনের সামনে বিক্ষোভ শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে চালকরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করলেও কিছুক্ষণ পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তারা অতর্কিতভাবে ভবনের ভেতরে প্রবেশ করে এবং সেখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা চালায়। হামলায় ইট-পাটকেল ও ধারালো অস্ত্র ব্যবহার করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

আহত ছাত্ররা জানায়, তারা বিভিন্ন দাবিতে মানববন্ধন করছিল এবং সিটি কর্পোরেশনের কর্মীরা তাদের সহযোগিতা করছিলেন। কিন্তু হঠাৎ করেই অটোরিক্সা চালকরা তাদের উপর চড়াও হয় এবং এলোপাথাড়ি মারধর শুরু করে। তারা আরও জানায়, হামলাকারীদের হাতে ধারালো অস্ত্র দেখা গেছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে।

Islam's Group