News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

জাকির খান ইস্যুতে বিরোধ, বিভক্ত বিএনপি পাল্টাপাল্টি বিষোদগার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ৮, ২০২৫, ০৮:৪৬ পিএম জাকির খান ইস্যুতে বিরোধ, বিভক্ত বিএনপি পাল্টাপাল্টি বিষোদগার

আদালত পাড়ার প্রবীন আইনজীবী ও মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক সরকার হুমায়ুন কবির। তিনি সম্প্রতি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি হয়েছেন। গত ৫ মে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হুমায়ুন বলেন, জাকির খানকে আমি বলবো তুমি আমার ছোট ভাই। তোমাকে নিয়ে অনেকে ষড়যন্ত্র করবে। অনেকে তোমার কাছে মিথ্যা অপবাদ দিবে। কারো কান কথা শুনবেনা। আমাদের ডাকবে আমরা তোমাদের উপদেশ দেবো।

জানা গেছে, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানকে উপদেশ দিতে চেয়ে রাজনৈতিক সভায় বক্তব্য রাখায় স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে হুমায়ুন কবিরকে নিয়ে তুমুল আলোচনা চলছে। তারা বলছেন, জাকির খানের উপদেষ্টা হতে চান সরকার হুমায়ুন কবির।

জাকির খানকে উপদেশ দিতে চাওয়ার পাশাপাশি ওই অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির দুই শীর্ষ নেতা সাখাওয়াত হোসেন ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুকে ইঙ্গিত করেও বক্তব্য রাখেন তিনি। বলেন, জাকির খান আমার ছোট ভাই। তার জন্য আমরা সবাই আছি। এই জাকির খানকে নিয়ে ষড়যন্ত্র চলছে। নারায়ণগঞ্জে কিছু বহিরাগত নেতা যারা নারায়ণগঞ্জে বসবাস করেনা কিন্তু নেতৃত্বের দায়িত্বে আছে। এরা চায়না জাকির খান এখানে নেতৃত্ব দেক। ষড়যন্ত্রকারীদের বলছি আপনারা নারায়ণগঞ্জ ছেড়ে যার যার দেশে চলে যান। আপনাদের দেশে অনেক জায়গা আছে সেখানে গিয়ে রাজনীতি করেন। কারণ এখানকার মাটি এখানকার লোকদের। আপনারা রাজনীতি নিয়ে গেছেন মিশনপাড়ার ভেতরে। বিএনপি মিশনপাড়ার না। বিএনপি নারায়ণগঞ্জ শহরের।

তিনি আরো বলেন, জাকির খানকে আমি বলবো তুমি আমার ছোট ভাই। তোমাকে নিয়ে অনেক ষড়যন্ত্র করবে। অনেকে তোমার কাছে মিথ্যা অপবাদ দিবে। কারো কান কথা শুনবেনা। আমাদেরকে ডাকবে আমরা তোমাদের উপদেশ দেবো। এই নারায়ণগঞ্জে জাকির খানের নেতৃত্বে আগামীর রাজনীতি হবে। আর ষড়যন্ত্রকারীরা এখান থেকে টাকা কামাবে ওই বিক্রিমপুর নিয়ে জমা করবে। এখান থেকে টাকা কামাবে কুমিল্লায় নিয়ে জমা করবে।

তবে তার এই বক্তব্যের বিরোধীতা করে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, হুমায়ুন ভাই আমাদের বড় ভাই। কিন্তু তারপরও এখন তিনি কেন আমাদের বিরুদ্ধে কথা বলছেন তা আমার জানা নেই। তবে তিনি যে কিছুদিন আগে আইনজীবী সমিতির সভাপতি হলেন সেটা কিন্তু আমাদের সহযোগীতাতেই হয়েছে। তাকে আমরাই সভাপতি বানিয়েছি। এটা তার মনে রাখা উচিত। তিনি এখন যার প্রভাবে প্রভাবিত হয়ে আমাদের উষ্কানী দিচ্ছেন তাদের আসলে আমরা গোনায় ধরিনা।

Islam's Group