নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, একসঙ্গে ফুটপাত থেকে সব হকার উঠিয়ে দিলে তারা চুরি-ছিনতাই করা শুরু করে দিবে। তখন এটি ঠেকানোর জন্য আমাদের নির্দিষ্ট প্রস্তুতি থাকতে হবে। আবার চুরি-ছিনতাই বাড়লে আমাদের দোষ দেওয়া হয়। তাই তাদের একটি নিয়মে নিয়ে আসতে হবে। সবকিছু আমাদের বিবেচনায় রাখতে হবে। যদি কোনো চাঁদাবাজকে আমি গ্রেপ্তার করতে না পারি তাহলে আজ সবার সামনে কথা দিচ্ছি, আমি নারায়ণগঞ্জের এসপির দায়িত্ব ছেড়ে দিবো। আমি আর এই দায়িত্ব পালন করবো না।
তিনি বলেন, কথায় আছে যাই চুরি হয় দোষ হয় কেষ্ট বেটার। আমার চাকরি এমন চাকরি কোনো কিছু হলেই সবাই দোষ আমাকে দেয়। পাশে বসে টিপু ভাই যখন বক্তব্য রাখছিলেন তখন আমার দিকে বারবার তাকিয়ে বক্তব্য রাখছিলেন। আমরা আসলে থ্যাংকলেস জব করি। তা নিয়ে কখনো মন খারাপ করি না। পুলিশের ক্ষেত্রে কেউ ধন্যবাদ দেওয়ার প্রয়োজন মনে করে না। হকারদের বিরুদ্ধে আমরা অ্যাকশনে গেলেই বলা হয় তারা চাঁদাবাজ। চাঁদা পায় না বলে তাদের উচ্ছেদ করছে। অনেকেই আবার বাধা দিতে আসে। যারা অবৈধ অবৈধই। যাদের বিরুদ্ধে অ্যাকশন তো অ্যাকশনই হবে। এক্ষেত্রে আপনারা কোনো সুপারিশ কইরেন না। পাশাপাশি সবাইকে সচেতন হতে হবে। সবাই নিজেদের ব্যক্তিস্বার্থ পরিত্যাগ করে নারায়ণগঞ্জের স্বার্থ চিন্তা করি। আপনারা সবাই শুধু আমাদের পাশে থাকবেন।
বুধবার (৭ মে) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে যানজট নিরসনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজিত আইনশৃঙ্খলা সভায় তিনি এসব কথা বলেন।
আপনার মতামত লিখুন :