মুখে অকথ্য ভাষায় গালমন্দ আর হাতে থাকা বাঁশের একটি লাঠি দিয়ে দুই যুবককে বেধড়ক মারছে উঠতি বয়সী এক তরুণ। এসময় ঘটনাস্থল থাকা ৫-৬ প্রত্যক্ষদর্শী মনোযোগ সহকারে মারার দৃশ্য উপভোগ করছেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। যা নিয়ে ইতোমধ্যে সমালোচনার ঝড় উঠেছে।
ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি-জালকুড়ি-নারায়ণগঞ্জ সড়কের ১০ পাইপ সংলগ্ন এলাকায়। সামাজিক যোগাযোগ ছড়িয়ে পড়া ১ মিনিট ২৯ সেকেন্ডের ভিডিওতে মারধর করা তরুণ এবং মার খাওয়া দুই যুবকের কাউকে তাৎক্ষণিকভাবে সনাক্ত করা সম্ভব হয়নি। তবে, ভিডিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
ভাইরাল ভিডিওটিতে দেখা গেছে, এক তরুণ তার হাতের লাঠি দিয়ে দুজন যুবককে একেরপর এক বাড়ি দিচ্ছেন। অপরপ্রান্তে মারধরের শিকার হওয়া ভুক্তভোগীদের ভুল হয়েছে জানিয়ে ওই তরুণের হাত থেকে রক্ষা পেতে আকুতির পাশাপাশি বারবার ক্ষমাও চেয়ে আসছিল। এতেও পাষণ্ড তরুণ পেটানো বন্ধ করেনি। ধারাবাহিকভাবে মারার সময়কালে ওই তরুণ ভুক্তভোগীদের বলে যাচ্ছিল 'তোদের কোন বাবা পাঠাইছে বল? এখানে কে এনেছে সবাইকে এখানে উপস্থিত করবি, পাঁচ মিনিট সময় দিছি ফোন দে। তোদের জন্য দেশে ধর্ষণ হয়, এখন নগদ শুট করে মেরে ফেলমু।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জাগো নিউজকে বলেন,আমি ভিডিওটি দেখেছি। আমরা মারধর করা এবং মার খাওয়া কাউকে এখনো সনাক্ত করতে পারিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জালকুড়ি এলাকার ঘটনা জেনেছি। আমরা খোঁজ নিচ্ছি। ওই তরুণকে আইনের আওতায় আনা হবে।
আপনার মতামত লিখুন :