News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

আইভীর জামিন আবেদন নাকচ, কারাগারে ডিভিশন লাভ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ১২, ২০২৫, ০৭:২৪ পিএম আইভীর জামিন আবেদন নাকচ, কারাগারে ডিভিশন লাভ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন না মঞ্জুর করেছেন আদালত।
সোমবার ১২মে দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামছুর রহমানের আদালতে জামিন আবেদন ও ডিভিশনের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। আদালত শুনানী শেষে জামিন আবেদন না মঞ্জুর করেন এবং ডিভিশনের আবেদন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম। তিনি বলেন, ‘আমাদের আবেদনের প্রেক্ষিতে আদালত ডিভিশনের বিষয়ে একমত হয়েছেন। তবে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন। আদালত তাকে প্রতিমন্ত্রী মর্যাদায় কারাগারে ডিভিশন প্রদান করেছেন।

আসামিপক্ষের আরেক আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আইভী তার নিজ বাড়িতে অবস্থান করেছেন। তিনি এই আন্দোলনের বিরুদ্ধে কখনই মাঠে নামেননি। যারা নেমেছে, প্রকাশ্যে গুলি চালিয়েছে। সেই শামীম ওসমানকে নির্বিঘ্নে দেশ ছাড়তে সুযোগ করে দেয়া হয়েছে। আর গ্রেপ্তার করা হয়েছে আইভীকে।

এর আগে, গত ১০ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ চুনকা কুটির থেকে গ্রেপ্তার করা হয় নাসিকের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে। ৯ মে রাতে তাকে ধরতে অভিযান পরিচালনা করা হলেও রাতভর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আটকে রাখে দেওভোগের স্থানীয় লোকজন ও আইভী সমর্থকরা। পরে তাকে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের হওয়া মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। তার বিরুদ্ধে ৪ টি হত্যা ও হত্যাচেষ্টার মামলা রয়েছে।

Islam's Group