নারায়ণগঞ্জের বন্দরে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে । এসময় ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার বন্দর থানা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন বন্দর উপজেলা আওতাধীন মদনপুর ইসলামিয়া সুপার মার্কেটের আশেপাশে সকল দোকানপাট ও হোটেল এবং আবাসিক এলাকায় এ অভিযান চালানো হয়।
জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে সংযুক্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস বন্দর উপজেলার ম্যানেজার প্রকৌশলী মো. জাহিন আমীর খাঁন,বন্দর থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম, এসআই টিপু,ইদ্রিস,প্রকৌশলী শাহ্-আলম রনিসহ গ্যাস কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তা ও বন্দর থানা পুলিশ।
অভিযানে মদনপুর ফুলহর এলাকার নবাবী স্বাদ চাইনিজসহ আশপাশের ১০/১৫ টি দোকান সহ আবাসিক বাড়িতে আনুমানিক ১২০ ফুট বিতরণ লাইনের ৫টি দ্বিমুখী চুলার সংযোগ বিচ্ছিন্নসহ ৩৫০ ফুট পাইপ অপসারণ পূর্বক জব্দ করা হয়েছে।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে নবাবী স্বাদ চাইনিজসহ অবৈধ আবাসিক গ্রাহকদের নিকট হতে দুই লক্ষ টাকা জরিমানা আদায় করেন। তবে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
আপনার মতামত লিখুন :