News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ভাইয়ার নামে চাঁদাবাজি মাস্তানি খারাপ কাজ করা হয় : গিয়াস


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ৫, ২০২৫, ১০:৩৫ পিএম ভাইয়ার নামে চাঁদাবাজি মাস্তানি খারাপ কাজ করা হয় : গিয়াস

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, একসময় আমাদের নেতা তারেক রহমান নেতাকর্মীদের ভালোবাসা দিয়ে, স্নেহ -মমতা দিয়ে সংগঠনটি গড়ে তোলার জন্য প্রাণপণে চেষ্টা করেছেন। ওইসময় অনেকেই তাকে ভাইয়া নামে অ্যাড্রেস করেছেন। এখনো অনেকে ভাইয়া নামে অ্যাড্রেস করেন। আমাদের অঙ্গসংগঠনের অনেকেই ভাইয়া নামে ডেকে চাঁদাবাজি করে, মাস্তানি করে, খারাপ কাজে অংশগ্রহণ করে। এই ভাইয়া নাম পরিবর্তন করা দরকার। রাজনৈতিক শিষ্টাচার আনতে হবে। মার্জিত ভাষা ব্যবহার করতে হবে। চোর-বাটপাররা ভাইয়া বলে এলাকায় ভয় দেখিয়ে বিভিন্ন অপকর্ম করবে তা হবে না। আমাদের নারায়ণগঞ্জ থেকেই শুরু করি। সবাই তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলে ডাকবেন।

শনিবার (৩ মে) ফতুল্লায় আয়োজিত এক কর্মসূচিতে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনার হিংসা, মিথ্যা মামলার কারণে দীর্ঘদিন অসুস্থ থাকা অবস্থায় আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সুচিকিৎসা পান নি। ৫ই আগস্টের প্রেক্ষাপটের পর চিকিৎসার জন্য ম্যাডামকে বিদেশে যেতে হয়েছে এবং সুস্থ হয়ে তিনি দেশে ফিরছেন। প্রিয় নেত্রীর আগমনকে ঘিরে আমরা তাকে সম্মানের সঙ্গে বরণ করতে প্রস্তুত।

তারেক রহমান এখন তারুণ্যের অহংকার নন, তিনি এখন জাতীয় নেতা উল্লেখ করে তিনি বলেন, সমগ্র জাতির জন্য তিনি গর্ব। স্বৈরাচারের বিরুদ্ধে সমস্ত জাতিকে সে ঐক্যবদ্ধ রেখেছে। তাহলে কেনো আমরা তাকে তরুণদের নেতা বলবো। তিনি তো এখন বিএনপি তথা সমগ্র দেশের মানুষের জন্য একজন উদাহরণ। সেজন্য তাকে আমাদের সেভাবেই সম্মান দিতে হবে। কারণ এক স্বার্থান্বেষী মহল বিভিন্নভাবে চামচামি করে, মোসাহাবি করে। কিন্তু ওনার কথা কেউ শুনে না। উনি (তারেক রহমান) যে বারবার বলছেন দলের ক্ষতি হয় এমন কোনো কাজ করবেন না। তারপরও চাঁদাবাজি করা হচ্ছে। আমরা যারা আছি তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলবো, রেস্পেক্টেড স্যার বলবো। আমরা বলবো জাতীয় নেতা।

Islam's Group