News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

নির্বাচন ষড়যন্ত্রকারীদের জনগণ মোকাবেলা করবে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ১০:০৮ পিএম নির্বাচন ষড়যন্ত্রকারীদের জনগণ মোকাবেলা করবে

৮ সেপ্টেম্বর সোমবার বাদ মাগরিব নারায়ণগঞ্জ,মিশনপাড়া মহানগরী জামায়াতে ইসলামীর নিজ কার্যালয়ে নারায়ণগঞ্জ মহানগরী ও জেলা জামায়াতে ইসলামীর যৌথ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল জব্বার। 

মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন প্রমূখ। 

সভায় মাওলানা জব্বার বলেন, নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করবে, সাধারণ জনগণ তাদেরকে শক্ত হাতে মোকাবিলা করবে

ইনশাআল্লাহ, যদি এদেশের মানুষ তাদের পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট দিতে পারেন তাহলেই শহীদের রক্তের বিনিময়ের নতুন বাংলাদেশে গঠন হবে, সকল জুলুমের অবসান হবে। অন্যথায় নতুন ফ্যাসিজম প্রতিষ্ঠার দিকে আবার দেশ ধাবিত হবে। এসময় তিনি আরো বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের মানুষের  ভালোবাসা ও আস্থার জায়গায়  পৌছতে সক্ষম হয়েছে। 


অতীতে  জামায়াতে ইসলামীকে যারা বিতাড়িত করতে চেয়েছিল, তারাই আজকে বিতাড়িত হয়েছে। আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নে আমরণ সংগ্রাম করে যাবো ইনশাআল্লাহ।

Islam's Group