নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. জসিম উদ্দিনের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ নীটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এবং নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় বিকেএমইএ ও চেম্বারের নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা পরিস্থিতি, যানজট, মাদক, চাঁদাবাজি সহ নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পরে তাদের বক্তব্য শুনে পুলিশ সুপার নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার বিষয়ে আশ্বস্থ করেন এবং সবাইকে নিয়ে সুন্দর নারায়ণগঞ্জ গড়ার ইচ্ছা পোষণ করেন। এর আগে নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান ব্যবসায়ীরা।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম, নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, সহ-সভাপতি আবু জাফর, পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, গোলাম সারোয়ার সাঈদ, মজিবুর রহমান, আহমেদুর রহমান তনু প্রমুখ।
এর আগে গত ৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন মো. জসিম উদ্দিন।
আপনার মতামত লিখুন :