News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

নারায়ণগঞ্জ-৪ আসনের পুনর্বিন্যাসে মশিউর রহমান রনির জয়


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ১১:০৫ পিএম নারায়ণগঞ্জ-৪ আসনের পুনর্বিন্যাসে মশিউর রহমান রনির জয়

নারায়ণগঞ্জ-৪ আসনের পুনর্বিন্যাসে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির জয় হয়েছে। তিনি ফতুল্লা এলাকাবাসীর স্বার্থে এই পুনর্বিন্যাসই চেয়েছিলেন। সেই সাথে পুনর্বিন্যাস নিয়ে শুনানীর দিন তার যুক্তির পক্ষে আইজীবীও নিযুক্ত করেছিলেন। যার ধারাবাহিকতায় আসন পুনর্বিন্যাসের ঘোষণা মশিউর রহমান রনির পক্ষে এসেছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন নারায়ণগঞ্জের তিনটি আসন পুনর্বিন্যাসের ঘোষণা দিয়েছেন। যার মধ্যে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে এবার নতুন করে যুক্ত হয়েছে সিদ্ধিরগঞ্জ থানা এলাকা। এর আগে সিদ্ধিরগঞ্জ ছিল নারায়ণগঞ্জ-৪ আসনে। স্বাধীনতার পর থেকে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা নিয়ে ছিল নারায়ণগঞ্জ-৪ আসন। ২০০৮ সালের নির্বাচনে সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ নিয়ে নারায়ণগঞ্জ-৪ আসন গঠন করা হয়। তবে পরের ২০১৪, ২০১৮ ও ২০২৪ এর নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ ছিল শুধুমাত্র সোনারগাঁও নিয়ে।

এদিকে নারায়ণগঞ্জ-৪ আসন শুধুমাত্র ফতুল্লা থানা ও সদর থানার দুটি ইউনিয়ন এলাকা নিয়ে গঠন করা হয়েছে। এতে ফতুল্লা, এনায়েতনগর, বক্তাবলী, কাশীপুর, কুতুবপুর, গোগনগর ও আলীরটেক। আর এটাই দীর্ঘ দিনের দাবী ছিলো ফতুল্লা এলাকাবাসীর। আর এই দাবীর পক্ষেই ছিলেন মশিউর রহমান রনি।

এ বিষয়ে মশিউর রহমান রনি বলেন, আমি নির্বাচনের শুনানীর দিন নারায়ণগঞ্জ-৪ আসন শুধুমাত্র ফতুল্লা থানা ও সদর থানার দুটি ইউনিয়ন এলাকা নিয়ে গঠন করার কথা বলেছিলাম। যেখানে থাকবে ফতুল্লা, এনায়েতনগর, বক্তাবলী, কাশীপুর, কুতুবপুর, গোগনগর ও আলীরটেক। সেদিন আমি আমার এলাকাবাসীর স্বার্থে ভালোভাবে শুনানী করার জন্য আইনজীবীও নিয়োগ করেছিলেন। নির্বাচন কমিশন আমার শুনানী গ্রহণ করে আমার শুনানীর পক্ষেই রায় দিয়েছেন।

প্রসঙ্গত, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৪ আসন এলাকায় বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে বেশ আলোচিত রয়েছেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। নির্বাচনকে সামনে রেখে এলাকাবাসীর উন্নয়নের স্বার্থে বেশ কার্যক্রমও চালিয়ে যাচ্ছেন। নির্বাচিত হওয়ার আগেই নিজেক জনকল্যাণে নিয়োজিত রাখছেন।

Islam's Group