News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

আইভী পর শামীম ওসমান ফেসবুকে ভাইরাল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৯:৪৩ পিএম আইভী পর শামীম ওসমান ফেসবুকে ভাইরাল

বিগত সময়ে নারায়ণগঞ্জ জেলা আলোচিত ছিলেন আওয়ামী লীগের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও এমপি শামীম ওসমান। দুইজনই ভাইবোনের সম্বোধনে বিগত ২১ বছর আলোচনা ছিলো সারা বিশ্বে। গত ১৩ মাসের বেশি সময়ে ধরে আইভী ও শামীম ওসমানকে একত্রে দেখা যায়নি। বরং গত বছর ৫ আগস্টের আগেই দেশ ছেড়ে পালিয়ে যান শামীম ওসমান। অন্যদিকে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়া পর আইভী তার নিজ পৈতৃক বাড়ী চুনকা কুটিরে অবস্থান ছিলেন। এর আগে তিনি ১৫ আগষ্ট বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে সমালোচিত হন। আলোচনার প্রায় ১০ মাসের মাথায় নাটকীয়তা মধ্যে গ্রেপ্তার হন তিনি। এখন পর্যন্ত তিনি কাশিমপুর কারাগারে বন্দি রয়েছেন।

প্রায় এক বছর পর আবারো আইভী ও শামীম ওসমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। জানা যায়, গত ৭ সেপ্টেম্বর আওয়ামীলীগের সাবেক হুইপ নজরুল ইসলাম বাবু নামে ফেসবুক আইডি থেকে ‘আলহামদুল্লিল্লাহ জামিনে মুক্ত নারায়ণগঞ্জের অগ্নিকন্যা সেলিনা হায়াৎ আইভী আপা’। এমন পোস্টে দ্রুত সময়ে ভাইরাল হয়ে যায় আইভী সমর্থক ও বিরোধীদের মধ্যে। জামিনে মুক্ত ঘটনায় তার ছোট ভাই শহর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী উজ্জল জানান, ফেসবুকে তথ্য ভুয়া। হাইকোর্ট বন্ধ রয়েছে, এখন কারো জামিনের সুযোগ নেই। আইভী আপা’র বিরুদ্ধে অপ্রচার করতে এক মহল গুজব ছড়িয়েছে।

এই ঘটনা পরপরই ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী প্রজন্মলীগ প্যাজে নাহিয়ান খান একটি পোষ্টে, ব্রেকিং নিউজ, এই মুহূর্তে দেশে আসলেন আমাদের শামিম ওসমান ভাই। কি শুরু হয়ে গেলো দেশে।  এবার খেলা হবে।।  জয় বাংলা। নারায়ণগঞ্জ এ জনস্রোত।

এমন তথ্যকে গুজব জানিয়েছেন তার সমর্থকরা। আইভী অপ্রচারের মতই এমন পোষ্টে সমালোচনা করেছেন নেটিজনেরা। তারা বলেন, নারায়ণগঞ্জ আগামী আন্দোলনকে বাধাগ্রস্থ করতে শামীম ওসমান সম্বলিত ছবি দিয়ে বির্তকিত পোষ্ট করা হয়েছে।

Islam's Group