নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, নারায়ণগঞ্জ ব্যবসায়িক জোন। এখানে চাঁদাবাজরা ব্যবসায়ীদের ডিস্টার্ব করে। যারা ডিস্টার্ব করে তাদের আইনের আওতায় নিয়ে আসা যায় তাহলে ব্যবসায়ীরা ভালো থাকবে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. জসিম উদ্দিনের সঙ্গে বাংলাদেশ নীটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এবং নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এদিন জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, ব্যবসায়ীরা একটা দেশ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যবসায়ী যতটুকু কাজ করে তাদের নিরাপদ রাখার দায়িত্ব সকল নাগরিকের। কিছু দুষ্টু লোক আছে দুষ্টু লোকদের শাস্তির আওতায় আনলেই আমরা ব্যবসা করে দেশকে অনেকদূর এগিয়ে নিয়ে যেতে পারবো।
তিনি আরও বলেন, ৫ তারিখের আগে কিছু অস্ত্র মানুষের কাছে চলে গেছে। এই অস্ত্রগুলো এখনও উদ্ধার হয়নি। এই অস্ত্রগুলো উদ্ধার করতে পারলে মনে হয় আইন-শৃৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। সেই সাথে অনেকেই মাদকে জড়িয়ে যাচ্ছে। এই মাদকের জন্য বিভিন্ন জায়গায় ছিনতাই বেড়েছে। মাদককে নিয়ন্ত্রণ করা গেলে ভিন্ন নারায়ণগঞ্জ দেখতে পারবো।
জেলা পুলিশ সুপার সম্পর্কে দিপু বলেন, আমি উনার সম্পর্কে বিভিন্ন জায়গায় শুনেছি। একজন মানুষও উনার সম্পর্কে নেগেটিভ কোনো কথা শুনিনি। আমি বিশ্বাস করি উনার দ্বারা নারায়ণগঞ্জ পরিবর্তন হবে।
আপনার মতামত লিখুন :