আড়াইহাজারে নিখোঁজের এক দিন পর ডোবা থেকে রবিউল ইসলাম (২৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকাল চারটার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী এলাকার একটি ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা তাকে হত্যা করে ডোবা লাশ ফেলে দেয়া হয়েছে। নিহত রবিউল ইসলাম পাঁচরুখীর বাঘাইভিটা এলাকার মৃত আব্দুল বাতেন মিয়ার ছেলে।
জানা গেছে, রবিউল রোববার সকাল নয়টার দিকে নাস্তা করে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। সোমবার বিকেলে উপজেলার পাঁচরুখী ফায়েজ উদ্দিন এর বাড়ীর পিছনে ডোবা থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয় লোকজন সেখানে গিয়ে ভাসমান অবস্থায় রবিউলের লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে এবং স্বজনেরা তাঁর লাশ শনাক্ত করেন।
নিহতের মামা ইয়াসিন মিয়া বলেন, ‘আমার ভাগিনা কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। ইউরোপ কান্ট্রিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ওর কোনো শত্রুও ছিল না। কারা কী কারণে তাকে এমনভাবে হত্যা করল, বুঝে উঠতে পারছি না। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, লাশের বেশ কয়েক স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়। লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :