বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের উপর সন্ত্রাসী হামলা ও ককটেল বিস্ফোরনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বন্দর ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত বন্দর থানার কুশিয়ারা এলাকার আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিনের ছেলে।
ধৃতকে বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে বন্দর থানার দায়েরকৃত ৩(৯)২৪ নং মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।
এর আগে গত সোমবার ১ সেপ্টেম্বর রাতে বন্দর থানার কুশিয়ারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
মামলার তথ্য সূত্রে জানা গেছে, গত বছরের ১৮ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ৫০ থেকে ৬০ জন আন্দোলনকারি বন্দর বাস স্ট্যান্ড থেকে বন্দর শহীদ মিনারে যাওয়ার পথে শাহীমসজিদ এলাকায় আওয়ামী লীগ ও জাতীয় পাটির নেতারা তাদের মিছিলে হামলা চালানোর সময় অপু উপস্থিত ছিল বলে পুলিশ জানায়। এই ঘটনায় বন্দর উপজেলার বিবিজোড়াস্থ মিনারবাড়ি এলাকার হানিফ মিয়ার ছেলে মাওলানা হাছান মাহমুদ বাদী হয়ে ছাত্রলীগ নেতা খান মাসুদ ও ডালিমসহ ৫৭ জনের নাম উল্লেখ করে আরো ১০০ থেকে ১২০ জনকে আসামি করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।
আপনার মতামত লিখুন :