রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় এক যুবকের পায়ের রগ কেটে হত্যার অভিযোগ উঠেছে। ওই যুবকের নাম মেহেদী হাসান(২৪)। নিহত মেহেদী হাসান নরসিংদী জেলার রায়পুরা থানার কান্দাপাড়া গ্রামের খোকন মিয়ার ছেলে।
মঙ্গলবার ২ সেপ্টেম্বর সকালে এশিয়ান হাইওয়ে সড়কের গোলাকান্দাইল কলিম উদ্দিন শাহ মাজারের পাশ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি দীর্ঘদিন যাবত স্ত্রী সন্তান নিয়ে গোলাকান্দাইল এলাকায় বসবাস করতেন।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেছুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে এবং সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :