বুধবার ৩ আগস্ট বিকেল পাঁচটায় রাজা লক্ষ্মীনারায়ণ মন্দিরে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় সিটি শ্মশান ঘাটের পুকুরে অবৈধভাবে বেড়া দেওয়ার প্রতিবাদে সনাতন ধর্মীয় বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রায় ৩০০ বছর যাবৎ যে পুকুরে শবদেহ দাহ করার পর ধর্মীয় রীতিতে অস্থি বিসর্জন দেওয়া হয়। সে পুকুরে জোর পূর্বক বেড়া দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। আগামী ৭২ ঘণ্টার মধ্যে বেড়া অপসারণের দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলনের মাধ্যমে পুকুর পুনরুদ্ধারের প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হংস প্রভু, পরিতোষ কান্তি সাহা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, ননী গোপাল সাহা, সুভাষ সাহা, শংকর সাহা, সুজন সাহা, লিটন পাল, প্রদীপ সরকার, কাজল দাস, আনন্দ সেরোয়াগী, আশীষ দাস, প্রদীপ দাস, হিমাদ্রী সাহা, অভয় সাহা, অ্যাডভোকেট রঞ্জিত, গোবিন্দ ঘোষ, বিপ্লব কুন্ডু, ভবানী শংকর রায়।
আপনার মতামত লিখুন :