News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

হারিয়ে যাননি খোরশেদ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ১০:৩৮ পিএম হারিয়ে যাননি খোরশেদ

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও একসময়ের রাজপথ কাঁপানো নেতা মাকছুদুল আলম খন্দকার খোরশেদ আবারও সাড়া জাগিয়েছেন। নারায়ণগঞ্জের কল্যাণে তার আহবানে সাড়া দিয়ে সকল শ্রেণি পেশার মানুষ এসে দাঁড়িয়েছিলেন এক কাতারে। রাজনৈতিক দলের শীর্ষ নেতা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সকলেই এসে উপস্থিত হয়েছিলেন। সেই সাথে সকলেই ঐক্যবদ্ধভাবে খোরশেদের দাবীতে একাত্মতা পোষণ করেছেন।

সূত্র বলছে, রাজধানী ঢাকার পাশেই অবস্থিত নারায়ণগঞ্জ শিল্পাঞ্চল ও জনবহুল একটি নগরী। প্রতিদিন লক্ষাধিক মানুষ ঢাকা ও নারায়ণগঞ্জের মধ্যে যাতায়াত করেন। কিন্তু যানজট, ভাঙাচোরা সড়ক, অতিরিক্ত ভাড়া এবং পর্যাপ্ত পরিবহন সংকটের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র কার্যকর সমাধান হলো নারায়ণগঞ্জে মেট্রোরেল সম্প্রসারনে।

কিন্তু এই মেট্টোরেল থেকে নারায়ণগঞ্জবাসীকে বঞ্চিত করা হয়। এই প্রকল্পের শুরুতে নারায়ণগঞ্জকে যুক্ত করা হলেও কোনো এক অজুহাতে এই এই মেট্টোরেল প্রকল্প থেকে নারায়ণগঞ্জকে বাদ দেয়া হয়। যা বিভিন্ন মাধ্যমে নারায়ণগঞ্জবাসী অবগত হয়। ফলে নারায়ণগঞ্জবাসী এ নিয়ে সোচ্চার হন। সেই সাথে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে এ নিয়ে সরব রয়েছে।

এরই মধ্যে মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ এর আয়োজনে নারায়ণগঞ্জ শহর, আদমজী, মদনপুরকে মেট্রোরেল (এমআরটি লাইন-২) প্রকল্পে যুক্ত করার দাবীতে শহরের প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশের ডাক দেন।

আর তার এই ডাকে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরাসহ নানা প্রেণী পেশার শীর্ষস্থানীয়রা উপস্থিত হন।

মানববন্ধনে বক্তব্য রাখেন জামায়াতে ইসলাম কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মাইন উদ্দিন আহমেদ, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব, জেলা কমিউনিস্ট পার্টির সদ্য সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর আবদুল জব্বার, ইসলামি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি মাওলানা মাছুম বিল্লাহ, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টু, গণসংহতির জেলা সমন্বয়ক তরিকুল সুজন, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনা সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন উপস্থিত হয়েছিলেন।

সেই সাথে সভাপতির বক্তব্যে মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, নারায়ণগঞ্জ একটি জনবহুল ও বাণিজ্যিক এলাকা। এই এলাকার জীবনযাত্রা উন্নয়নে মেট্টোরেলের সঙ্গে নারায়ণগঞ্জকে যুক্ত করার বিকল্প নেই। এখানে মেট্টোরেল হলে ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জের যোগাযোগ ব্যবস্থা ব্যাপক উন্নত হবে।

জানা যায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের চার বারের নির্বাচত কাউন্সিলর হচ্ছেন মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। ২০০৩ সালে পৌরসভার নির্বাচন দিয়ে তার শুরু হয়। এর পর আর তাকে পেছনে ফিরতে হয়নি। পরের ২০১১, ২০১৬ ও সবশেষ ২০২২ সালের ১৬ জানুয়ারী নির্বাচনে তিনি সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছিলেন। সেই সাথে খোরশেদ এখন সারাদেশে একটি আলোচিত নামে পরিণত। করোনার ভয়াবহতা বাড়তে শুরু করলে দাফন, সৎকার থেকে শুরু করে সবকিছুতেই এগিয়ে ছিলেন খোরশেদ।

করোনায় আক্রান্ত ও উপসর্গে মৃত ব্যক্তিদের লাশ পড়েছিল বাড়ির আঙিনায়, সিঁড়িতে। সংক্রমণের ভয়ে স্বজন ও প্রতিবেশীরা কেউ লাশ দাফনে এগিয়ে আসেনি। ওই পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে লাশ দাফন ও সৎকারে এগিয়ে আসেন নারায়ণগঞ্জ সিটি কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। মাকছুদুল ও তাঁর দল টিম খোরশেদ একে একে দেড় শতাধিক জনের লাশ দাফন করেন। মৃতদেহ সৎকারে মুখাগ্নি করেছেন কয়েকজনের। করোনার শুরু থেকে হ্যান্ডস্যানিটাইজার তৈরী ও বিতরণসহ নানা উদ্যোগে নারায়ণগঞ্জবাসীর পাশে ছিলেন আলোচিত এই কাউন্সিলর।

বিএনপি দলীয় রাজনীতি করতে গিয়েও নানাভাবে খোরশেদ নির্যাতনের শিকার হয়েছেন। খোরশেদের বিরুদ্ধে মামলা রয়েছে ৪৯টি। বিগত দিনে হরতাল অবরোধ চলাকালে সামনের সারিতে থাকা এ যুবদল নেতাকে এখন পর্যন্ত কারাবন্দী হতে হয়েছে ১০ বারের মত। এছাড়া জেল গেট থেকেও গ্রেপ্তার হয়েছেন অনেকবার। মহানগর যুবদলের সেক্রেটারী থেকে সভাপতির দায়িত্ব পালন কালে খোদ প্রতিপক্ষ প্রতিদ্বদ্বিরাও তাঁর সক্রিয়তাকে স্বীকার করেছেন।

Islam's Group