News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

বাবুলের দলীয় কার্যালয়ে জেলা বিএনপির ঐক্যের ডাক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ১০:৫০ পিএম বাবুলের দলীয় কার্যালয়ে জেলা বিএনপির ঐক্যের ডাক

নারায়ণগঞ্জ বিএনপিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন জেলা ও মহানগর বিএনপি নেতারা। প্রয়োজনে মিশনপাড়া ব্যবসায়ী কার্যালয়কে বিএনপি অফিস ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী ও মহানগর বিএনপি নেতা প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহম্মেদ বাবুল। এ সময় এমন ঘোষণাকে সাধুবাদ জানিয়ে দলের প্রতি অনুগত থাকায় অভিনন্দন জানান নারায়ণগঞ্জ জেলা বিএনপি আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ ও যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব। উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি সহ মহানগর বিএনপি নেতৃবৃন্দরা।

শনিবার ১৮ অক্টোবর দুপুরে মিশনপাড়ায় আবু জাফার আহম্মেদ বাবুলের কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।

সৌজন্য সাক্ষাতে আবু জাফর আহম্মেদ বাবুল বলেন, আমি নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী। আমি সংগঠন ও দলের সবাইকে নিয়ে কাজ করতে চাই। দলের যে কোন প্রয়োজনে সব এগিয়ে ছিলাম, আগামীতে থাকতে চাই।

এদিকে জেলা বিএনপি আহবায়ক মামুন মাহমুদ ও যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব নারায়ণগঞ্জ জেলা কার্যালয় অভাব নিয়ে আলাপচারিতা করেন। ওই সময়ে বাবুল আশ্বাস দেন, দ্রুত সময়ের মধ্যে এই অভাব দূর করা হবে। প্রয়োজন হলে আমি আমার ব্যবসায়ীক অফিসকে জেলা বিএনপি কার্যালয় হিসেবে ঘোষণা করব।

শনিবার দুপুরে দীর্ঘক্ষণ তাদের মধ্যে সৌহাদপূর্ণ আলাপচারিতায় বর্তমান ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পরামর্শ করা হয়। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং আসন্ন ত্রয়োদশ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার আলোচনা করা হয়। একই সাথে জেলা বিএনপি নেতৃবৃন্দরা আবু জাফর আহমেদ বাবুলকে নারায়ণগঞ্জ-৫ আসন বিএনপি থেকে নির্বাচন করার ঘোষণাকে স্বাগত জানান।

Islam's Group