নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) ১৮ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং ও লিফলেট বিতরণ করছেন সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর আফসানা আফরোজ বিভা হাসান।
রবিবার (১৯ অক্টোবর) বিকেলে নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের আলামিন নগর ও শহীদ নগরের বিভিন্ন এলাকা ঘুরে ডেঙ্গু প্রতিরোধে প্রচারণা চালান তিনি। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের মাঝে লিফরেট বিতরণ করেন ও ডেঙ্গু সম্পর্কে সচেতনতামূলক বার্তা দেন।
বিভা হাসান বলেন,নারায়ণগঞ্জ শহরে ডেঙ্গু এখন মহামারি আকার ধারণ করেছে। প্রত্যেক এলাকা, মহল্লায় ডেঙ্গু আক্রান্তের খবর পাওয়া যায়। এমন অবস্থায় আমাদের ডেঙ্গু বিষয়ে সচেতন হতে হবে এবং প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ জন্য প্রথমে আমাদের সচেতন হতে হবে। বাড়ির আশেপাশে পানি জমতে দেয়া যাবে না। ঝোপ-জঙ্গল পরিষ্কার রাখতে হবে।”
তিনি আরও বলেন, ুডেঙ্গু প্রতিরোধে আমি নিয়মিত কার্যক্রম পরিচালনা করছি। এর আগে ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডে মাইকিং ও লিফলেট বিতরণের পাশাপাশি ফগার মেশিন দিয়ে নিয়মিত ওষুধ ছিটানোর ব্যবস্থা করেছি। আমি নিজে বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করেছি এবং এলাকাবাসীকে সচেতন হবার আহ্বান জানিয়েছি।”
এ সময় তিনি মশাবাহিত এ রোগের সংক্রমণ রোধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কর্মকর্তাদেরও কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :