News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

মাসুদুজ্জামানকে বাদ দিয়ে মাঠ পর্যায়ের কাউকে চাই : সাখাওয়াত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০৭:৩৬ পিএম মাসুদুজ্জামানকে বাদ দিয়ে মাঠ পর্যায়ের কাউকে চাই : সাখাওয়াত

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামানের প্রার্থীতা বাতিলের দাবী জানিয়েছেন বিএনপির বিভিন্নস্তরের নেতারা। ১৫ নভেম্বর রাতে নারায়ণগঞ্জ ক্লাবে এক সংবাদ সম্মেলনে ওই দাবী জানানো হয়। সেখানে উপস্থিত ছিলেন সাবেক এমপি আবুল কালাম, মহানগরের আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল, আবুল কাউসার আশা প্রমুখ।

সাখাওয়াত হোসেন খান বলেন, যাকে বিএনপির মনোনীত ঘোষণা করা হয়েছে তিনি বিএনপির রাজনীতিতে ছিলেন না। তাঁর নাম ঘোষণার পর তৃণমূল নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। সকলে ক্ষুব্ধ। যেখানেই যাচ্ছি সকলে বলছেন এ প্রার্থীকে তো আমরা চিনি না। আমরা চাই মাঠের যে কোন একজনকে মনোনয়ন দেওয়া হোক। যিনি রাজপথে ছিলেন, আন্দোলন সংগ্রামে ছিলেন তাদের কাউকে মনোনয়ন দিতে হবে।

Islam's Group