জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ সেলিম ওসমানের গ্রেপ্তার দাবি করেছেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
রোববার ৯ নভেম্বর বেলা ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে উক্ত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় তিনি বলেন, আমি আগামী ৭২ ঘণ্টার মধ্যে সেলিম ওসমানের গ্রেপ্তার দাবি করছি। শুধু সেলিম ওসমান নয়, বৈষম্য বিরোধী হত্যার সাথে যারা সুনিদিষ্টভাবে জড়িত আছে, যারা এখনো নারায়ণগঞ্জে অরাজকতা সৃষ্টির জন্য মশাল মিছিল, আগুন নিয়ে মিছিল এই অর্থ তারা কোথায় পায়। রাতের বেলায় ছেলে পেলে জোগাড় করার জন্য যে পরিবহন ব্যবস্থা সেই অর্থ তারা কোথায় পায়? এই অর্থ দাতা হলো সেলিম ওসমান এবং এই সেলিম ওসমানের সাথে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে যারা জড়িত ছিল তারা এখনো আছে। তারা এসব অর্থদাতা। সেলিম ওসমান সহ এসব অর্থদাতাদের খুঁজে বের করে গ্রেপ্তার করতে হবে।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।








































আপনার মতামত লিখুন :