নারায়ণগঞ্জের বন্দর উপজেলার রিয়াজ পাবলিক স্কুলে অনুষ্ঠিত হয়েছে ইপিলিয়ন গ্রুপের উদ্যোগে পরিচালিত ইপিলিয়ন ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি প্রকল্পের দ্বিতীয় আয়োজন। শনিবার (১৫ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।
এই উদ্যোগের মূল লক্ষ্য হলো শিক্ষাজীবনে অধ্যবসায় ও শ্রেষ্ঠত্বের অনুপ্রেরণা জোগানো এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা। এ বছর নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ২৫টি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত ১৫০০ এরও অধিক শিক্ষার্থীর মধ্য থেকে প্রাথমিকভাবে ১৩০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়।
বৃত্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাতালিকার প্রথম ৫০ জন কৃতী শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হবে। প্রতিটি শিক্ষার্থী ছয় হাজার টাকা মূল্যমানের এই বৃত্তি পাবে। এটি কেবল একটি আর্থিক সহায়তা নয়, বরং তাদের শিক্ষাজীবনে মনোযোগ, উদ্দীপনা এবং আত্মবিশ্বাস বৃদ্ধির এক প্রতীক হিসেবে কাজ করবে।
ইপিলিয়ন ফাউন্ডেশন বিশ্বাস করে, মানসম্পন্ন শিক্ষায় বিনিয়োগ সমাজের টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি। এই বৃত্তি প্রকল্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে সহায়তা করাই ইপিলিয়ন গ্রুপের মূল লক্ষ্য।
ইপিলিয়ন গ্রুপের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা অত্যন্ত আনন্দিত যে দ্বিতীয়বারের মতো এই উদ্যোগটি বাস্তবায়ন করতে পারছি। আমাদের লক্ষ্য শুধু আর্থিক সহায়তা প্রদান নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব এবং শিক্ষার প্রতি গভীর অনুরাগ বৃষ্টি করা।
আমরা বিশ্বাস করি, এই ৫০ জন মেধাবী শিক্ষার্থী ভবিষ্যতে তাদের মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।








































আপনার মতামত লিখুন :