News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

শিমরাইলে নাফ পরিবহনের মিনিবাসে আগুন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০৬:৩৭ পিএম শিমরাইলে নাফ পরিবহনের মিনিবাসে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় রাস্তার পাশে থামিয়ে রাখা নাফ পরিবহনের একটি মিনিবাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার ১৫ নভেম্বর সকাল ৬টার দিকে শিমরাইলে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করেন। ততক্ষণে বাসের সিটগুলো পুড়ে যায়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনূর আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, আগের রাতে মহাসড়কের উপর নাফ পরিবহনের মিনিবাসটি থামিয়ে রেখে চালক চলে যান। রাতভর বাসটি সেখানেই ছিল, শনিবার সকালে বাসটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা।

তবে অগ্নিকাণ্ডের ঘটনা পরিকল্পিত নাকি যান্ত্রিক ত্রুটি তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

Islam's Group