আওয়ামী ওলামী লীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাবিবুল্লাহ কাঁচপুরীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর সাক্ষাতের ছবি ভাইরাল হয়েছে। তবে প্রকাশিত ছবি তোলার সময় এবং তারিখ জানা সম্ভব হয়নি।
ছবিটিতে হাসনাত আব্দুল্লাহর সঙ্গে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমীনকেও দেখা গিয়েছে।
সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে আব্দুল্লাহ আল আমীন জানান, জুলাই আন্দোলনের সময়ে কাঁচপুরীর ডাচ্ বাংলার ভবন পুড়ে গিয়েছিল। তখন সেই ঘটনায় কাচপুরী সাহেবকে আমাদেরকে আসামি করে মামলা করার চাপ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তখন আমাদের বিরুদ্ধে মামলা করেনি। মূলত তখন থেকেই তার সঙ্গে যোগাযোগ রয়েছে। তবে এটা কোনো সৌজন্য সাক্ষাৎ হয়নি। এবং তিনি আমাদেরকে জানিয়েছেন আওয়ামী থেকে পদত্যাগ করেছেন। কোনো সৌজন্য সাক্ষাৎ এটা নয়।








































আপনার মতামত লিখুন :