News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

কিছু কুচক্রি মহল গভীর ষড়যন্ত্র করছে : আজাদ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০৯:৫৬ পিএম কিছু কুচক্রি মহল গভীর ষড়যন্ত্র করছে : আজাদ

কিছু কুচক্রিমহল গভীর ষড়যন্ত্র করছে তবে কোন ষড়যন্ত্রই সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের দলীয় মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ। 

শনিবার বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা বিএনপি আয়োজিত শহীদ মঞ্জুর স্টেডিয়ামে অনুষ্ঠিত সমাবেশে তিনি এই মন্তব্য করেন। 

নজরুল ইসলাম আজাদ বলেন, যারা বিএনপি করেন যারা দলকে ভালোবাসেন সবাই বিএনপির ছায়ার নিচে আসেন। জননেতা তারেক রহমানের নির্দেশনা থাকেন। আপনি বিএনপি করেন, বিএনপির নির্দেশনা শুনবেন না তাহলে কোন বিএনপি করেন। যারা ষড়যন্ত্র করার চেষ্টা করছেন কোন ষড়যন্ত্রই কাজে আসবে না। আড়াইহাজারবাসী এর উপযুক্ত জবাব দেবে। 
আড়াইহাজারের সকলের দোয়া, ভালোবাসা ও আন্তরিকতা নিয়ে সুন্দর পরিচ্ছন্ন আড়াইহাজার গড়ে তুলতে চান বলেও জানান বিএনপির এই নেতা। 

আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক সাদিকুর রহমান সাদেক, মহানগর যুবদলের আহ্বায় সজল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া সহ স্থানীয় নেতৃবৃন্দ। 
 

Islam's Group