নারায়ণগঞ্জ শহরের মাসদাইর বেগম রোকেয়া স্কুলের গলির সামনে মাদক ব্যবসায়ীদের সামনে দাঁড়িয়ে থাকায় গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। একই সাথে সুইস গিয়ার দিয়ে পোছ দিয়ে ও লোহা এবং পিস্তরের আঘাতে মাসদাইর এলাকার বাসিন্দা মো. নাহিদুর রহমান পারভেজ নামে একজনকে গুরুতর আহত করেছে।
শনিবার(১৫ নভেম্বর) দুুপুরে শহরের মাসদাইর বেগম রোকেয়া স্কুলের এলাকায় এই ঘটনা ঘটে। আহত মো. নাহিদুর রহমান পারভেজ ১৩ নং ওয়ার্ড কৃষকদলের সাংগঠনিক সম্পাদক। একই সাথে তিনি মুদি ব্যবসায়ী। তার ছোট কনফেকশনারী দোকান ও ইন্টারনেট ব্যবসা রয়েছে। তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত নাহিদুর রহমান পারভেজ বলেন, মাসদাইর বাজার থেকে আসার পথে বেগম রোকেয়া স্কুলের সামনে দাঁড়িয়ে একজনকে দেখছিলাম। এসময় বুইট্টা মাসুদ বলতে তাকিয়ে রয়েছস কেন? এই কথা বলেই অস্ত্র বের করে গুলি করে দিলো। বলতে থাকে তুই কে? এরপর পিছন থেকে দৌড়ে এসে রিপন সুইস গিয়াস হাতের মধ্যে পোজ দিলো। আরেকজন জাহিদ এসে লোহা দিয়ে মাথায় বাড়ি দিলো। সেই সাথে বুইট্টা মাসুদ আবার গুলি করে। আমি দৌড়ে চলে আসি।
তিনি আরও বলেন, আমি শুনেছি এই গলিতে বুইট্টা মাসুদরা মাদক ব্যবসা করে। এইজন্য তারা মনে করছে আমি তাদেরকে দেখছি। কিন্তু আমি এখানে দাঁড়িয়ে অন্যজনকে দেখছিলাম। আমি এর বিচার চাই।
নাহিদুর রহমান পারভেজের মা মোকারিমা বলেন, তারা আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিলো। আমি এই ঘটনার বিচার চাই।








































আপনার মতামত লিখুন :