News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

নির্বাচনের আগে আলোচনায় আইভী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ১০:৩৫ পিএম নির্বাচনের আগে আলোচনায় আইভী

ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশের প্রধান রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে প্রার্থী তালিকা প্রকাশে ব্যস্ত সময় পার করছে। নারায়ণগঞ্জে বিএনপি ও জামায়াত তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। নভেম্বরের মধ্যেই মনোনয়ন নিশ্চিত করবে এনসিপি। এরই মাঝে আওয়ামী লীগ নেতা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিনকে ঘিরে নারায়ণগঞ্জে নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

গত রোববার উচ্চ আদালতে একযোগে পাঁচটি মামলায় জামিন লাভ করেন নারায়ণগঞ্জের তিনবারের নির্বাচিত সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। জামিনের খবর প্রকাশ হতেই ফের দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। হঠাৎ করে রাজনৈতিক অঙ্গনে আইভীর নাম উঠে আসায় তিনি চলে এসেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী নির্বাচনে ফ্যাক্টর হতে পারেন আইভীর অনুসারীরা। যারা নীরবে আইভীকে সমর্থন দিয়ে আসেন তার নির্বাচনে। সেই ভোটাররা কাকে বেছে নিবেন তা অনেকটাই নির্ভর করতে পারে তার জামিনের উপর।

আইভী জামিনের খবরে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে আইভী অনুসারী ও ঘনিষ্ঠজনদের। তার অনুসারীরা বলছেন, তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বরাবরই শামীম ওসমান বিরোধী ছিলেন। কিন্তু মামলায় তাকে আসামী করা হয়েছে শামীম ওসমানের সাথেই। ৫ আগস্টের পরে অপরাধীরা পালিয়ে গেলেও আইভী পালাননি। বরং তিনি তার ব্যক্তিগর রাজনৈতিক কর্মকান্ডের উপর বিশ্বাস রেখে নিজ বাড়িতেই অবস্থান করেছেন। ফলে তার নিজের যেমন নিজের প্রতি আত্মবিশ্বাস ছিলো, তেমনি তিনি জুলাই আগস্টের আন্দোলনে তিনি সহিংস অবস্থানে যাননি। সেই অবস্থানের পরেও তাকে মামলার আসামী করাকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবেই দেখছেন তারা।

অন্যদিকে বিএনপি ও আইভী বিরোধীরা বলছেন, ‘কোন অবস্থাতেই আইভীকে জামিন দেয়া যাবে না। সে ফ্যাসিবাদী আওয়ামী লীগের অন্যতম শক্তিধর। একাধিক নির্বাচনে প্রভাব খাটিয়ে জয় পেয়েছেন। নির্বাচনেও করেছেন কারচুপি। বিপুল সম্পদের মালিক হয়েছেন দুর্নীতির মাধ্যমে। নির্বাচনের আগে জামিন পেলে তিনি তার কালো টাকা ব্যবহার করে আওয়ামী লীগের স্বার্থ হাসিল করতে চাইবে। ফলে তাকে এই অবস্থায় জামিন দেয়া আওয়ামী লীগের জন্য সুফল বয়ে আনা ছাড়া ভিন্ন কিছু করবে না।

রাজনৈতিক বোদ্ধারা বলছেন, নির্বাচনে আইভীর নীরব কিছু ভোট ও সমর্থক রয়েছে। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আইভীর জনপ্রিয়তা ব্যাপক। এক্ষেত্রে আইভী যাকে সমর্থন দিবেন তার জয়ের পথ অনেকটা এগিয়ে যাবে। শহর, বন্দর ও সিদ্ধিরগঞ্জে তার ব্যাপক ভোট আছে। ফলে জামিন দেয়া আবার শ্যোন এরেস্ট দেখিয়ে তার নেতাকর্মীদের চাঙ্গা করে তোলার পেছনে ভিন্ন উদ্দেশ্য থাকা অসম্ভব নয়। বিএনপির বহু নেতাকর্মীর সাথে আইভীর ছিলো সুসম্পর্ক। কারন বিএনপি নেতাদের ও আইভীর শত্রু ছিলো অভিন্ন। আর তা হচ্ছে শামীম ওসমান। সেদিক থেকে নির্বাচনের আগে তার জামিন পাওয়াকে দলীয় কৌশলের অংশ হিসেবেও দেখা হচ্ছে।

Islam's Group