নারায়ণগঞ্জ-৪ আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইলিয়াস আহমদ বলেছেন, চাঁদাবাজি প্রতিরোধ করতে হলে চাই সৎ নেতৃত্ব। যে ব্যক্তি এমপি হয়ে নিজেই চাঁদাবাজির প্রশ্রয় দেবে, সে কীভাবে তা বন্ধ করবে? তাই, এই অভিশাপ থেকে মুক্তি পেতে হলে আপনাদেরকে একটি সঠিক সিদ্ধান্ত নিতে হবে।
তিনি আরও বলেন, আমি আপনাদের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি, আগামী নির্বাচনে কোনো প্রলোভনে পা দেবেন না। আপনাদের মূল্যবান ভোটটি দিন সেই ব্যক্তিকে, যিনি ধর্মভীরু, যিনি আল্লাহকে ভয় করেন, যিনি মানুষকে ভালোবাসে।
ইলিয়াস আহমদ বলেন, আপনারা একজন সৎ ও যোগ্য লোককে ভোট দিয়ে এমপি নির্বাচিত করুন, তাহলে নারায়ণগঞ্জ-৪ আসন হবে চাঁদাবাজ ও দুর্নীতির হাত থেকে মুক্ত একটি শান্তির জনপদ। আমি যদি নির্বাচিত হই, আমার প্রথম কাজ হবে এই এলাকা থেকে চাঁদাবাজির মূলোৎপাটন করা। মনে রাখবেন, আপনার একটি সৎ ভোটই পারে এই সমাজকে বদলে দিতে। তাই আপনারা সবাই এগিয়ে আসুন, খেলাফত মজলিসের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সৎ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অংশ নিন।
১৪ নভেম্বর বিকালে বক্তাবলী ইউনিয়নে নেতাকর্মীদের নিয়ে ব্যাপক গণসংযোগ করেন খেলাফত মজলিস মনোনীত এমপি প্রার্থী ইলিয়াস আহমদ। গণসংযোগকালে তিনি এক পথসভায় বক্তব্য দেন। নেতাকর্মীরা জনসাধারণের মাঝে খেলাফত মজলিস ও দেওয়াল ঘড়ি মার্কার পক্ষে লিফলেট বিতরণ করেন এবং বিভিন্ন স্লোগান দেন।
গণসংযোগে এমপি প্রার্থী ইলিয়াস আহমদের সাথে খেলাফত মজলিস নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, এনায়েতনগর ইউনিয়ন সভাপতি আব্দুল করীম মিন্টু, কাশীপুর ইউনিয়ন সভাপতি আসিফ ইকবাল ও বক্তাবলী ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান অনিক প্রমুখ।








































আপনার মতামত লিখুন :