News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

তারেক রহমান সহ শীর্ষ নেতাদের কাছে নারায়ণগঞ্জ বিএনপির চিঠি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ১০:৫৮ পিএম তারেক রহমান সহ শীর্ষ নেতাদের কাছে নারায়ণগঞ্জ বিএনপির চিঠি

হঠাৎ করেই বদলে গেল নারায়ণগঞ্জ-৫ আসনের নির্বাচনী রাজনৈতিক পরিবেশ। বিএনপি ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে এক টেবিলে বসেছেন বিভিন্নস্তরের নেতারা যাঁদের কারো কারো সঙ্গে বিগত দিনে মারামারির ঘটনাও ঘটেছিল। কিন্তু এবার তাঁরা এক হয়ে বলছেন বিএনপিকে বাঁচাতে হবে। বিএনপি যাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে সেই মাসুদ মূলত বিএনপির লোক না, তিনি আন্দোলনে ছিলেন না, আওয়ামী লীগের দোসর ছিলেন। তাকে মনোনয়ন দিলে বিএনপি এ আসন হারাবে, দল ক্ষতিগ্রস্ত হবে। তাই তারা বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবী তুলেছেন।

১৫ নভেম্বর রাতে নারায়ণগঞ্জ ক্লাবে এক সংবাদ সম্মেলনে ওই দাবী জানানো হয়। সেখানে উপস্থিত ছিলেন সাবেক এমপি আবুল কালাম, মহানগরের আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল, আবুল কাউসার আশা প্রমুখ।

নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি আবুল কালাম বলেন, আমি নারায়ণগঞ্জ-৫ আসন থেকে একাধিকবার নির্বাচিত হয়েছি। আগামী নির্বাচন হবে অনেক কঠিন। বিগত ১৭ বছর আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের আমলে তৃণমূল সহ অনেকেই নির্যাতিত। এসব তৃণমূলকে মূল্যায়িত করা না হলে রাজনীতি কঠিন পর্যায়ে চলে যাবে। নারায়ণগঞ্জ-৫ আসনের জনগণ কখনো ভুল করে না। কিন্তু পরীক্ষিত প্রার্থী না হলে এখানে জয় পাওয়াটা কষ্টকর। আর এটা আমার শেষ নির্বাচন হবে। সুতরাং আমি কেন যে কেউ মনোনয়ন পেলে আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে নামবো। সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।

শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনে যারা বিএনপির জন্য কাজ করেছেন তাদের কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। এমন একজনকে দেওয়া হয়েছে যাকে কেউ চিনে না। তিনি অপরিচিত। এ আসনের মানুষ অপরিচিত মানুষকে ভোট দিবে না। আমরা চাই না এ আসনটি আমরা হারাই। বিএনপির একজনকে দেওয়া হলে আমরা মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।

সাখাওয়াত হোসেন খান বলেন, যাকে বিএনপির মনোনীত ঘোষণা করা হয়েছে তিনি বিএনপির রাজনীতিতে ছিলেন না। তাঁর নাম ঘোষণার পর তৃণমূল নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। সকলে ক্ষুব্ধ। যেখানেই যাচ্ছি সকলে বলছেন এ প্রার্থীকে তো আমরা চিনি না। গত সরকারের আমলে ব্যাবসায়িক সুবিধা নিয়েছে, নির্বাচনী জনসভায় অংশ নিয়েছে। আমরা চাই তাকে পরিবর্তন করে বিএনপির মনোনয়ন এমন কাউকে দেয়া হোক যে অন্তত বিএনপি করেছে, রাজপথে আন্দোলন করেছে জেল খেটেছে। যারা দুঃসময়ে বিএনপি ছেড়ে চলে যাবে না। এধরনের ব্যাক্তিকে মনোনয়ন দেয়া হোক। আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দলের মহাসচিব ও স্থায়ী কমিটির কাছে একটি দরখাস্ত দিয়েছি। এ আসনে প্রাথমিক ভাবে যাকে প্রার্থী দেয়া হয়েছে তাকে বদলে মহানগর বিএনপির যাকে ইচ্ছা তাকে মনোনয়ন দেয়া হোক। বর্তমানে যাকে প্রার্থী হিসেবে প্রাথমিক নাম ঘোষণা করা হয়েছে তাকে দিয়ে নির্বাচনের জয়ের বৈতরণী পার হওয়া সম্ভব না।  আমরা চাই মাঠের যে কোন একজনকে মনোনয়ন দেওয়া হোক। যিনি রাজপথে ছিলেন, আন্দোলন সংগ্রামে ছিলেন তাদের কাউকে মনোনয়ন দিতে হবে। বিএনপি করে এমন একজনকে প্রার্থী ঘোষণা করা হলে তার বিজয় আমরা সুনিশ্চিত করা হবে।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, যে তালিকা ঘোষণা করা হয়েছে সেটা প্রাথমিক। আমরা দলের নীতি নির্ধারকের কাছে হাতজোড় করে বলছি আপনারা নারায়ণগঞ্জ-৫ আসন ও বিএনপিকে বাঁচান। এখানে বিএনপির পরীক্ষিত প্রার্থীকে মনোনয়ন দিলে জয় সহজ হবে। এটাও জানা প্রয়োজন ১৬-১৭ বছরে কারা আন্দোলন সংগ্রামে ছিল। সুতরাং আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে অনুরোধ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে। আমরা চাই দলের সিদ্ধান্ত পরিবর্তন হোক। ছোট ভাই যেমন বড় ভাইয়ের কাছে আবদার জানায় তেমনি আমরাও আমাদের অভিভাবক আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আবেদন জানাই নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন যেন পুনর্বিবেচনা করা হয়। আমরা চাই যারা মাঠের লোক যারা ত্যাগী, যারা জেল জুলুম খেটেছেন তারাই যেন আসন্ন নির্বাচনে মনোনয়ন পায়।

মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা বলেন, আমাদের মধ্যে বিভেদ থাকতে পারে। মহানগর বিএনপির সদস্য সচিব টিপু কাকার সাথে আমার বিরোধ ছিল এটা সবাই জানে। কিন্তু আমি যখন টিপু কাকাকে জড়িয়ে ধরেছি তিনি কিন্তু সেটা মনে রাখেননি। আমরা চাই ত্যাগীদের মূল্যায়ন করা হোক।

তিনি আরও বলেন, কোন কারণে যদি আমার বাবা আবুল কালাম মনোনয়ন নাও পায় এই মঞ্চে থাকা যেই মনোনয়ন পাবে আমরা তার পক্ষেই কাজ করবো। আমরা একসাথে জেল খেটেছি, হাজিরা দিয়েছি। আমাদের কষ্ট বাইরের মানুষজন বুঝবে না। ত্যাগীরা মনোনয়ন পেলে আমি ভাববো যে একজন অভিভাবকের অধীনেই আমি নির্বাচন করছি।

Islam's Group