News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২

এডুকেশন পার্লামেন্ট সোনারগাঁও এর মেধা যাচাই বৃত্তি পরীক্ষা শুরু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সোনারগাঁও প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৪:৫৬ পিএম এডুকেশন পার্লামেন্ট সোনারগাঁও এর মেধা যাচাই বৃত্তি পরীক্ষা শুরু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিক্ষাক্ষেত্রে একটি আশাব্যঞ্জক উদ্যোগ হিসেবে আত্মপ্রকাশ করেছে এডুকেশন পার্লামেন্ট সোনারগাঁও (ইপিএস)।

সংগঠনটির উদ্যোগে দুই দিনব্যাপী মেধা যাচাই বৃত্তি পরীক্ষা বুধবার (১৭ ডিসেম্বর) সকালে শুরু হয়েছে। সকাল ১০টা থেকে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয় উপজেলার সোনারগাঁ সরকারি কলেজ কেন্দ্রে। এতে উপজেলার ১৯টি বিদ্যালয় থেকে মোট ৪৮৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, যা স্থানীয় শিক্ষা অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে।

এডুকেশন পার্লামেন্ট সোনারগাঁও-এর আহ্বায়ক মো. মিজানুর রহমান খান বলেন,ুএ বছরই সোনারগাঁয়ে আমাদের সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। অল্প সময়ের মধ্যেই বিভিন্ন বিদ্যালয় থেকে ব্যাপক সাড়া পেয়েছি। ইনশাআল্লাহ, ভবিষ্যতে সোনারগাঁয়ের একটি ব্যতিক্রমধর্মী ও কার্যকর শিক্ষামূলক সংগঠন হিসেবে ইপিএস কাজ করবে। শিশুদের মেধা বিকাশের মাধ্যমে একটি নিরাপদ ও উন্নত রাষ্ট্র গঠনে আমরা ভূমিকা রাখতে চাই।”

পরীক্ষার শ্রেণিভিত্তিক অংশগ্রহণের চিত্রে দেখা যায়—নার্সারিতে ৯৭ জন, প্রথম শ্রেণিতে ৮৩ জন, দ্বিতীয় শ্রেণিতে ৯৪ জন, তৃতীয় শ্রেণিতে ৬৪ জন, চতুর্থ শ্রেণিতে ৫৬ জন এবং পঞ্চম শ্রেণিতে ৯০ জন শিক্ষার্থী মেধা যাচাই পরীক্ষায় অংশ নেয়।

সংগঠনের সদস্য সচিব রিয়াজুল করিম জানান, শিক্ষার্থীদের সাহসী ও মেধাবী হিসেবে গড়ে তুলতেই প্রাথমিক স্তর থেকেই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে শুধু বার্ষিক বৃত্তিতেই সীমাবদ্ধ না থেকে ইপিএস বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা হাতে নিয়েছে।

পরীক্ষা চলাকালে নির্দিষ্ট সময়ে বিভিন্ন বিদ্যালয়ের প্রতিনিধিরা কেন্দ্র পরিদর্শন করেন এবং সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহণে সন্তোষ প্রকাশ করেন।

এ মেধাবৃত্তি পরীক্ষায় সার্বিক সহযোগিতায় ছিলেন অর্থ সচিব মো. হানিফ, প্রচার সম্পাদক ও গণমাধ্যমকর্মী রুবেল মিয়া, সামছুন্নাহার, হল সুপার ইব্রাহিম হোসেন, সহকারী হল সুপার তাহিরা শবনম যোবায়দা, মনিরুল ইসলাম, রবিউল হোসাইন, মোসা. শিমুল হাসান, সুমি আক্তারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

শিক্ষার্থীদের অংশগ্রহণ, অভিভাবকদের আগ্রহ এবং আয়োজকদের আন্তরিকতায় এডুকেশন পার্লামেন্ট সোনারগাঁও-এর এই উদ্যোগ ইতোমধ্যেই একটি প্রশংসনীয় ও অনুকরণীয় শিক্ষামূলক আয়োজন হিসেবে প্রশংসা কুড়িয়েছে।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group