নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চার্জে লাগানো মোবাইল ফোন বিস্ফোরণ হয়ে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হওয়াদের মধ্যকার মো. আলাউদ্দিনের (৩৫) মৃত্যু হয়েছে। বাকি তিনজন চিকিৎসাধীন আছে।
মঙ্গলবার (৯ নভেম্বর) রাত পৌনে ৯টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।
নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সার্জারি চিকিৎসক শাওন বিন রহমান। তিনি বলেন, দগ্ধদের মধ্যকার আলাউদ্দিনের দেহ ৪০ শতাংশ পুড়েছিল। আইসিইউতে চিকিৎসা সেবা নেওয়াকালীন তিনি গতরাতে মৃত্যুবরণ করে।ওই পরিবারের বাকি তিন সদস্য শিশু শিমলা ৩০, জরিনা বেগম ২০ এবং সিফু আক্তারের দেহ ১২ শতাংশ পুড়ে তারা চিকিৎসা সেবা নিচ্ছেন।
এর আগে ৬ ডিসেম্বর গভীর রাতে উপজেলার কাঁচপুর চাঁদমহল সিনেমা হলের পেছনের পাঠাত্তা এলাকার আজিম নামের এক বাড়ি মালিকের ৬তলা ভবনের নিচতলায় নিহতের বসবাসরত ঘরে মোবাইল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে নিহতসহ পরিবারের মোট চার সদস্য আহত হয়। সেরাতে হঠাৎ বিকট শব্দ শুনে দগ্ধদের প্রতিবেশীরা ছুটে গিয়ে এমন দুর্ঘটনার কবলে পড়াদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করান।








































আপনার মতামত লিখুন :