নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও সড়ক অবকাঠামো বাস্তবায়ন কার্যক্রম সরেজমিনে মাঠপর্যায়ে তদারকি করেছেন। এ সময় তিনি নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলো পরিদর্শন করে চলমান ড্রেন সংস্কার কাজের অগ্রগতি পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল এবং সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ তাঁর সঙ্গে উপস্থিত থেকে পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্সের সহ-সভাপতি মোহাম্মদ আবু জাফর ও পরিচালক আহমেদুর রহমান তনু।
এ সময় প্রশাসক বিশেষভাবে ২ নম্বর গেট থেকে নারায়ণগঞ্জ মহিলা কলেজ পর্যন্ত প্রস্তাবিত বাইপাস সড়ক বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব দিয়ে সরেজমিনে পরিদর্শন করেন। তিনি নারায়ণগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বলেন এবং কলেজ কর্তৃপক্ষকে আশ্বস্ত করে বলেন, সড়ক বাস্তবায়নের স্বার্থে প্রয়োজনীয় জায়গা ছেড়ে দিলে সিটি করপোরেশনের পক্ষ থেকে নতুন করে একটি দৃষ্টিনন্দন গেট নির্মাণ করা হবে এবং শিক্ষার্থীদের সুবিধার্থে উপযুক্ত ছাউনির ব্যবস্থাও করা হবে।
পরিদর্শন শেষে নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল বলেন, এই রাস্তাটি চালু হলে নারায়ণগঞ্জ শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এই এলাকার যানজট অনেকটাই নিরসন হবে। এতে নগরবাসীর চলাচল সহজ হবে এবং জনদুর্ভোগ উল্লেখযোগ্যভাবে কমে আসবে। এটি নগর উন্নয়নের জন্য একটি সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ।
এদিকে সিটি করপোরেশনের প্রশাসক জানান, নগরবাসীর স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে সমন্বয় করে ২ নম্বর গেট থেকে নারায়ণগঞ্জ মহিলা কলেজ পর্যন্ত সড়কটি দ্রুত চালু করার জন্য সিটি করপোরেশনের চীফ ইঞ্জিনিয়ারকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
প্রশাসক আরও বলেন, জনদুর্ভোগ কমানো ও টেকসই নগর ব্যবস্থাপনা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। এ ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।







































আপনার মতামত লিখুন :