News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২

প্রভাতীর জমকালো ক্রিকেট আয়োজনে শিরোপা জিতলো ভিক্টোরিয়াস ডমিনেটর্স


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৪:৫০ পিএম প্রভাতীর জমকালো ক্রিকেট আয়োজনে শিরোপা জিতলো ভিক্টোরিয়াস ডমিনেটর্স

জমকালো আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হলো দেওভোগ প্রিমিয়ার লীগ ২০২৫।

বিজয় দিবস উপলক্ষে দু-দিনব্যাপী এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে স্থানীয় সামাজিক সংগঠন প্রভাতী ক্রীড়া সংঘের একঝাঁক তরুণ সদস্য।

নগরীর দেওভোগ পানির টাংকি স্কুল মাঠে ১৬ ডিসেম্বর রাতে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ সময় ওয়ারিয়র্স অফ আরিয়ান আরহামকে হারিয়ে শিরোপা জিতেছে "ভিক্টোরিয়াস ডমিনেটর্স"।

শ্বাসরুদ্ধকর ফাইনালে ৬ ওভারের খেলায় প্রথম ব্যাট করতে নেমে তমাল ও বাবুর অসাধারণ ব্যাটিং নৈপুণ্য ভিক্টোরিয়াস ডমিনেটর্সের স্কোরবোর্ডে ৯৪ রানের বড় সংগ্রহ এনে দেয় ।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৪ রানে হেরে যায় ওয়ারিয়র্স অফ আরিয়ান আরহাম। ফাইনালে চোখ ধাঁধানো ব্যাটিং করে ম্যান অব দ্যা ম্যাচ হন ভিক্টোরিয়াস ডমিনেটর্সের তমাল। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ নগরীর এই লড়াকু ব্যাটার।

অন্যদিকে ফাইনালে ৬০ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন রানারআপ দল আরিয়ান আরহামের মোসাদ্দেক মাহিন। টুর্নামেন্টের আয়োজক কমিটির পক্ষ থেকে চ্যাম্পিয়ন দলকে ১২ হাজার টাকা ও রানারআপ দলকে ৬ হাজার টাকা করে প্রাইজমানি উপহার দেয়া হয়।

জয়ী দলের খেলোয়াড়দের হাতে শিরোপা তুলে দেন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

ফাইনাল খেলায় পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় ব্যবসায়ী জানে আলম, সাঈদ আহম্মেদ স্বপন, হাজী আব্দুর রব রনি, মহিউদ্দিন আহম্মেদ, শাহ আব্দুল হালিম, তারিক হাসান প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রভাতী ক্রীড়া সংঘের আহবায়ক আশিক সাদাত রিংকু।

সার্বিক সহযোগিতায় ছিলেন অরাজনৈতিক সামাজিক সংগঠন শিকড়ের আজিজুল ইসলাম দিনার ও আল জোবায়ের হৃদয়। পরিচালনায় ছিলেন রিয়াজ আফ্রিদি, শহিদুল ইসলাম অমি, ইশান রনি, সালমান অর্নব, সাফিন মারুফ, শ্রাবন, রিয়াদ, শান, রাতুল, আয়ান, সিফাত, সিয়াম নেহাল, নাফিউ, বাধন, অলোক, সাহিল প্রমুখ।

প্রভাতী ক্রীড়া সংঘের আহবায়ক আশিক সাদাত রিংকু বলেন, আমাদের এই আয়োজনকে সফল করতে মাঠ এবং মাঠের বাইরে থেকে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি আমি ও আমার সংগঠন সব সময় ঋণী থাকবো। আমরা আরো বেশি করে খেলার আয়োজন করতে চাই। মাদকমুক্ত, কিশোর সন্ত্রাসীমুক্ত সমাজ গড়তে হলে খেলার কোনো বিকল্প নেই।

শিকড় সামাজিক সংগঠনের সভাপতি আজিজুল ইসলাম দিনার বলেন, প্রতি বছর বিজয় দিবসে আমাদের সংগঠন শিকড় থেকে এই খেলার আয়োজন করতাম। এবার আমরা করিনি, তবে প্রভাতী খুব ভালো ভাবে এই আয়োজনটা সম্পুন্ন করেছে। আমরা চাই এই পরম্পরা, এই ধারাবাহিকতা চলুক। এই মাঠে আরো বেশি বেশি খেলা হোক। কারণ একমাত্র খেলাধুলাই আমাদের যুব সমাজকে খারাপ কাজ হতে বিরত রাখবে। পাশাপাশি একটি সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে সহযোগিতা করবে।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group