News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

নির্বাচনে কদর নেই জাকির খানের


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ১০:১৮ পিএম নির্বাচনে কদর নেই জাকির খানের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এখনো নির্বাচনী মাঠে দেখা যায়নি কিং খান খ্যাত জাকির খান। তার সমর্থকরা তাকে দুটি আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচার করা হলেও দেখা মিলেনি রাজপথে। বরং চারটি আসনে বিএনপি মনোনীত প্রার্থী ঘোষণা করা হলেও এখনো কোন প্রার্থী কাছে জাকির খানের কদর মিলেনি। জেলা ছাত্রদলের সাবেক এই সভাপতি জাকির খানকে ব্র্যান্ড খেতাব দেয়া হলেও তাকে ডাকেনি মহানগর বিএনপি আহবায়ক কমিটি। বরং কারামুক্ত হওয়া পর জিয়াউর রহমান মাজার ছাড়া প্রকাশ্যে দলীয় ফোরামে দেখা যায়নি জাকির খানকে। নিজের বলয় জাগান দিতে কয়েকবার রাজপথে শো-ডাউন করলেও সীমিত আকারে সমাপ্ত ঘটেছে তার রাজনীতিতে।

এক সময়ে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান ৩২টি মামলার খালাসপ্রাপ্ত হয়ে জামিনে রয়েছেন। শহর বন্দর ফতুল্লা সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁয়ে জাকির খানের নিজস্ব বলয় সৃষ্টি করলেও কোন আসনেই প্রার্থীদের পাশে দেখা মিলেনি তাকে। এদিকে তার সমর্থকরা নারায়ণগঞ্জ-৪ ও নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন প্রত্যাশি ছিলেন বলে সভা সমাবেশে বক্তব্যে শোনা গেছে। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উল্টো তার সমর্থক জিয়াউর রহমান জিয়া ও দাদা সেলিমকে দুইটি আসনে পোস্টার দেখা গেছে। এনিয়ে সমলোচনা সৃষ্টি হলেও দ্রুত সময়ে বিএনপি মনোনীত ঘোষনা নিশ্চুপ হয়ে পড়ে।

জানা গেছে, নারায়ণগঞ্জ পাঁচটি আসনে মধ্যে চারটি আসনে বিএনপি দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। নারায়ণগঞ্জ-৪ আসনটি এখনো ফাঁকা থাকলেও জাকির খানের নাম শোনা যায়নি। এমনকি তার ভিন্ন স্টাইলের কারণে নেটিজন ও সাধারণ মানুষের মধ্যে বিরূপ মন্তব্যে সৃষ্টি হয়েছে। এক সময় জেলা ছাত্রদলের সভাপতি ছাড়া এখনো বিএনপি বা অঙ্গসংগঠনের কোন পদ পাননি জাকির খান। দীর্ঘ ১৭ বছর দেশের বাহিরে পলাতক ছিলেন তিনি। ২০০৩ সালে বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালে ব্যবসায়ী নেতা সাব্বির আলম হত্যাকাণ্ডের পর দেশ ছেড়ে থাইল্যান্ডে পালিয়ে যান জাকির খান। দীর্ঘ দিন বিদেশে পলাতক থেকে ২০২১ সালে আওয়ামী লীগের সময় ভারত হয়ে দেশে ফেরেন। এরপর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় পরিচয় গোপন করে সপরিবার বসবাস শুরু করেন।

২০২২ সালের ৩ সেপ্টেম্বর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ জাকির খানকে গ্রেপ্তার করে র‌্যাব-১১। গ্রেপ্তার পর থেকে তিনি নারায়ণগঞ্জ কারাগারে বন্দী ছিলেন। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করা জাকির খানের নামে মোট ৩৩টি মামলা ছিল বলে জানান তার আইনজীবী রবিউল ইসলাম। তিনি বলেন, ৩২ মামলায় খালাস পেয়ে ১৩ এপ্রিল জামিনে কারামুক্ত হয়েছেন জাকির খান।

এদিকে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত হয়েছেন নব্য যোগদানকারী মাসুদুজ্জামান মাসুদ। তিনি ইতোমধ্যে মনোনয়ন প্রত্যাশিদের বাড়ি অফিসে ছুটে যান বঞ্চিতদের মনমালিণ্যে ভাঙ্গতে। কিন্তু গত এক মাসেও জাকির খানের নামও শোনা যায়নি মাসুদুজ্জামানের মুখে। একই অবস্থায় দেখা গেছে মহানগর বিএনপি নেতাদের মুখে জাকির খানের নাম শুনা যায়নি। জানা গেছে, জাকির খান দ্রুত সময়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া আয়োজন করতে যাচ্ছেন নিজের জাগান দিতে।

Islam's Group