News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

টানবাজারে শুরু হচ্ছে নাসিকের মেগা স্কুল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৫, ১০:৩১ পিএম টানবাজারে শুরু হচ্ছে নাসিকের মেগা স্কুল

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অপরাজিতা নগর বিদ্যালয় আসছে নতুন বছর থেকে তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এটি শহরের সবচেয়ে বড় এবং আধুনিক সরকারি শিক্ষা প্রতিষ্ঠান হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শহরের টানবাজার বাণিজ্যিক এলাকায় গড়ে উঠা ১০ তলা বিশিষ্ট আধুনিক এই বিদ্যালয়টিতে কয়েক হাজার শিক্ষার্থী লেখাপড়া করতে পারবেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, স্কুলের সামনে রয়েছে বিশাল খেলার মাঠ, শহীদ মিনার। মূল ভবনের মাঝখানে খোলা জায়গা এবং প্রতিটি ফ্লোরে টানা বারান্দা, আলাদা শৌচাগার, লিফট, জেনারেটরসহ আরো নানান সুযোগ সুবিধা। সম্প্রতি শহরের সবচেয়ে বড় এই বিদ্যালয়টির নির্মাণ কাজ সম্পূন্ন হয়। এরপর এখানে শিক্ষক নিয়োগের কাজও মোটামুটি শেষ বলে জানিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। তাই দ্রুতই ভর্তি প্রক্রিয়া শেষ হলে স্কুলটির কার্যক্রম শুরু হচ্ছে।

টানবাজার এলাকায় এত বড় স্কুল গড়ে তোলায় আনন্দিত স্থানীয় বাসিন্দারা। সমির কর নামে টানবাজার এলাকার এক বাসিন্দা বলেন, আমাদের বাড়ির সামনে এতো সুন্দর একটি বিদ্যালয় সত্যিই সৌভাগ্যের বিষয়। সাধারণত এতো বড় সরকারি বিদ্যালয় এই শহরের আর একটাও নেই। এখানে আমাদের বাচ্চারা পড়বে ভেবেই অবাক লাগছে।

স্থানীয় আরো এক বাসিন্দা বলেন, আমরা চাই এই স্কুলটা মানসম্মত একটা স্কুল হোক। আর স্কুল বড় হলেই তো চলবে না। স্কুলে যারা লেখাপড়া করবে তাদেরও বড় হতে হবে। তাহলেই স্কুলের সাফল্য অর্জন করা হবে। এত বড় ও সুন্দর স্কুলে সবাই চাইবে তাদের বাচ্চাদের ভর্তি করতে কিন্তু এখানে যেন কোনো ধরনের অনিয়ম না হয় সেখানেও খেয়াল রাখতে হবে।

অপরাজিতা নগর বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, আমরা চেষ্টা করবো আমাদের সর্বোচ্চটা দিয়ে স্কুলটার মান ধরে রাখতে। এতো বড় এবং সুন্দর একটা স্কুল এই শহরে আরেকটাও নেই। আগামী বছরের শুরুর দিকেই আমরা কার্যক্রম শুরু করে দিবো। তাই দ্রুতই ভর্তি প্রকৃয়া শুরু হবে। আপাতত আমরা অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি নিচ্ছি। পরবর্তীতে ধীরে ধীরে আমরা আরো সামনের দিকে যাবো।

জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এর আগে নারায়ণগঞ্জ চারুকলা ইন্সিটিটিউট, কলোরব কিন্ডার গার্ডেন স্কুলের পর এই বিদ্যালয়েরর কাজ শুরু করে। নাসিকের এই তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানই আধুনিক ও দৃষ্টিনন্দন। সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার মান উন্নয়ণে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই এমন অবকাঠামো থাকা প্রয়োজন। 

Islam's Group