News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২

সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা তায়েব শিকদার গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ০৯:৪১ পিএম সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা তায়েব শিকদার গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তায়েব শিকদারকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) ও সোনারগাঁ থানা পুলিশ। সে জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলো। সোমবার ১৫ ডিসেম্বর বিকেলে বন্দরের মদনপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আওয়ামী লীগ সরকার পতনের পর তায়েব শিকদার আত্মগোপনে ছিল। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় ছাত্র জনতার উপর হামলার ঘটনায় হত্যা সহ একাধিক মামলার আসামি।

পুলিশ আরও জানায়, আত্মগোপনে থেকেও বিভিন্ন সময় তার নেতৃত্বে সরকারবিরোধী মিছিল অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ সোমবার সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে ঢাকাুচট্টগ্রাম মহাসড়কে সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে মদনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিবুল্লাহ জানান, জেলা গোয়েন্দা শাখা ও সোনারগাঁ থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি সোনারগাঁ থানা পুলিশের হেফাজতে রয়েছেন এবং মঙ্গলবার তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group