ক্ষমতাচ্যুত আওয়ামীলীগ সরকারের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর কাছ দখল থেকে মাদ্রাসার জায়গা উদ্ধারে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন সিনিয়র অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। গোলাম দস্তগীর গাজী এই জায়গায় ফ্যাক্টরী করেছে।
শনিবার (১০ জানুয়ারি) রাতে খিদিরপুর এলাকাবাসীদের কবরস্থান কমিটির উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে সভাপতির বক্তব্যে এই কথা বলেন।
অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, হাজী মনির উদ্দিন ব্যাপারী জীবীত থাকা অবস্থায় একটি মাদ্রাসা স্থাপন করার জন্য ১৫ শতাংশ জমি ওয়াকফ করেছিলেন। কিন্তু গোলাম দস্তগীর গাজী এই জায়গায় ফ্যাক্টরী করেছিলো। গাজীর দখল থেকে এই জমি উদ্ধার করার জন্য আমরা সব মহলে ধর্ণা দিয়েও কোনো প্রতিকার পাইনি।
তিনি আরও বলেন, বাংলাদেশের প্রশাসন তেলের মাথায় তেল দিয়ে ব্যস্ত। মন্ত্রী থাকাবস্থায় গোলাম দস্তগীর গাজী অনেক নীরিহ মানুষের জায়গা জমি দখল করেছে এবং গাজীকে সর্বাত্মক সহযোগিতা করেছে স্থানীয় জেলা ও উপজেলা প্রশাসন।
তৈমূর বলেন, এই জায়গাটি উদ্ধার করতে পারলে আমরা সেখানে মনির উদ্দিন ব্যাপারী কওমী মাদ্রাসার পাশাপাশি মনির উদ্দিন ব্যাপারী এতিমাখানা স্থাপন করবো।































আপনার মতামত লিখুন :