News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

চাষাঢ়া শিশুকল্যাণ স্কুলে এক যুগেও নির্মিত হয়নি শহীদ মিনার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ১০:০০ পিএম চাষাঢ়া শিশুকল্যাণ স্কুলে এক যুগেও নির্মিত হয়নি শহীদ মিনার

কেউ কথা রাখেনি।বার বার ফিরে এলো একুশে ফেব্রুয়ারির প্রভাত ফেরী।কিন্তুু নিজ স্কুলের শহীদ মিনারের বীর ভাষা শহীদের শ্রদ্ধা জানাতে পারলো না সুবিধাবঞ্চিত কোমলমতি শিশুরা। সালাম,জব্বর,বরকত,রফিক আমরা কি তোমাদের ভুলিতে পারি! একুশ এলেই ওদের জন্য তড়িঘড়ি।ভাষা শহীদের স্মরণে শহীদ মিনার নির্মাণের প্রতিশ্রুতি। নারায়ণগঞ্জের প্রশাসনিক প্রধান হয়েও নির্মাণ করতে পারেননি শহীদ মিনার।অবহেলা আর অনীহার কারণ এক যুগের অধিক সময়েও সুবিধাবঞ্চিত শিশুদের স্কুলে নির্মিত হয়নি শহীদ মিনার।

নারায়ণগঞ্জের সাবেক ডিসি মো. আনিছুর রহমান মিঞা, ডিসি রাব্বী মিয়া, ডিসি মোহাম্মদ মাহমুদুল হক  সুবিধাবঞ্চিত শিশুদের স্কুলে শহীদ মিনার নির্মাণ করে দেয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে না করেই চলে গেলেন।

স্কুলে এলেন, পরিদর্শন করে ঘোষণাও দিলেন। এরপর এলেন অনেক ডিসি তারাও খবর নিলেন না। বর্তমান ডিসি মো. রায়হান কবির পারবেন তো? এমনই প্রশ্ন জেগেছে নগরবাসীর।নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাড়া বাগে জান্নাত মহল্লায় অবস্থিত সুবিধা বঞ্চিত শিশুদের স্কুল শিশু কল্যাণ প্রাবি-২৪। স্কুলটিতে রয়েছে খেলাধুলার জন্য একটি মাঠ। পাশে রয়েছে শহীদ মিনার ও উন্মুক্ত মঞ্চ তৈরির পর্যাপ্ত জায়গা। স্কুলের এই মাঠটিতে উপজেলা প্রাবি এবং বিভিন্ন ক্লাস্টারসহ বেসরকারি বিভিন্ন স্কুল গুলোর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিভিন্ন জাতীয় দিবসে স্থানীয় পঞ্চায়েত শিশু কিশোর এবং স্কুল, মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার আয়োজন করে থাকে।

নারায়ণগঞ্জের তিনজন জেলা প্রশাসক প্রতিশ্রুতি দিলেও শহীদ মিনার নির্মাণ আজো হলো না।কারণ, স্কুলটি সুবিধাবঞ্চিত কোমলমতি শিশুদের। হতদরিদ্র,দিনমজুর ও শ্রমজীবী পরিবারের সন্তানদের স্কুলের প্রতি নজর নেই নারায়ণগঞ্জের সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তা ব্যাক্তিদের। অথচ,বছরের পর বছর ফিরে এসে অশ্রুসিক্ত নয়নে চলে যাচ্ছে মাতৃভাষার মাস ফেব্রুয়ারি।

আগামী ২১ শে ফেব্রুয়ারি আগেই সুবিধাবঞ্চিত শিশুদের স্কুলে শহীদ মিনার নির্মাণের দাবী জানিয়ে শিশু সুংগঠন ফুল পাখির আসর। অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের স্কুলে দ্রুত শহীদ মিনার নির্মাণের দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করা না হলে ২১ ফেব্রুয়ারি চাষাড়া কেন্দ্রীশ শহীদ মিনারে শিশু কিশোরদের নিয়ে বৃহৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারী দিয়েছে ফুল পাখির আসর।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group