News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্র মজলিসের পুরস্কার বিতরণী ছাত্র সমাবেশ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | নিউজ নারায়ণগঞ্জ ডটকম প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ১১:১৮ পিএম প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্র মজলিসের পুরস্কার বিতরণী ছাত্র সমাবেশ

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর ও জেলা শাখার উদ্যোগে ছাত্র সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে মজলিস কার্যালয়ের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়। মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজের সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন- সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী।

কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী বলেন- ১৯৯০ সালের ৫ জানুয়ারি ছাত্র মজলিসের প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত ছাত্র মজলিস এদেশের ত্রি-ধারার ছাত্র সমাজের মাঝে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। ছাত্র মজলিস প্রতিষ্ঠার মূল লক্ষ্যই ছিল আল্লাহ তায়ালার জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা।

তিনি আরো বলেন- জুলাই গণঅভ্যুত্থানে শহিদ আবু সাইদ, মুগ্ধসহ সর্বশেষ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ উসমান হাদির বিচার নির্বাচনের আগেই করার জোড়ালো আহ্বান জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট প্রদান ও গণভোটে হ্যাঁ ভোট দিতে ছাত্র সমাজকে সচেতন করেন।

জেলা সভাপতি কামরুল হাসান মিরাজের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, ছাত্র মজলিসের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি রিয়াজুল ইসলাম রাসেল, সাবেক নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা শরীফ মাহমুদ, জেলা সভাপতি আনাস আহমদ, মহানগর সেক্রেটারি ফজলে রাব্বি, জেলা সেক্রেটারি কামরুল হাসান মিরাজ ও সরকারি তোলারাম কলেজ সভাপতি মুহাম্মদ সিয়াম প্রমুখ।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group