নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামকে সমর্থন দিয়ে তাকে বিজয় করতে মহানগর বিএনপি প্রতিটি নেতা-কর্মীদের নিদের্শনা দিয়েছেন মহানগর বিএনপি আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। একই সাথে ঐক্যবদ্ধ হয়ে ঘরে ঘরে গিয়ে ধানের শীষ ভোট চাইতে আহবানও করেছে তিনি। তবে এসময় মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে উপস্থিত থাকতে দেখা যায়নি।
৯ জানুয়ারি বন্দরে আবুল কালামের সাথে সৌজন্যে সাক্ষাত করে এই সময় বন্দর থানা ও উপজেলা বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশ্যে এমন দিক নিদের্শনা দেন। তার সাথে ছিলেন মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা, বন্দর থানা বিএনপি সভাপতি শাহেনশাহ আহম্মেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, বন্দর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আহাম্মদ আলী সহ নেতৃবৃন্দরা।
মহানগর বিএনপি আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে আমাদের ভাই সাবেক এমপি আবুল কালাম ধানের শীষে কান্ডারী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা সবাই প্রতিটি ওয়ার্ড ইউনিয়ন থানা উপজেলা নেতাকর্মীরা জয়ের ব্যাপারে ঐক্যবদ্ধ। জনতার সাথে আমরা স্বত্বস্বফুত হয়ে ১২ ফেব্রুয়ারি নির্বাচনে আবুল কালাম ভাইকে নির্বাচিত করবো। শহর-বন্দরে বেশিভাগ মানুষ ধানের শীষে পক্ষে রয়েছে। এখনো দলমত নির্বিশেষে তারেক রহমান এই আসনে আবুল কালামকে এখানে প্রার্থী করেছেন। তাই ১২ ফেব্রুয়ারি আবুল কালামকে ভাইকে জয়ী করে জনাব তারেক রহমানকে উপহার দিবো। মহানগর বিএনপি সকর নেতা-কর্মীদের এই স্বপ্ন বাস্তবায়নে সকল ভোটারদের কাছে ভোট চাওয়ার নিদের্শনা দিচ্ছি।
এসময় আবুল কালাম বলেন, কমিটি জায়গা কমিটি থাকবে। এখন নির্বাচনে সময়ে সকলকে পাশে থাকা উচিত। নির্বাচন মানে মার্কা সাথে মার্কা ভোটের লড়াই। মনে যদি ঐক্যবদ্ধ না থাকি, কখনো সফলতা আসে না। সকলের হাত মিলে নির্বাচন সময় পাড় করতে হবে, তাই সকলে মিলিত থাকতে হবে। এই নির্বাচনে আমরা কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পাবো না। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, তার সন্তান আমাদের প্রিয় তারেক রহমান আমাদের সকলের অভিভাবক। তাকেই আগামী ১২ ফেব্রুয়ারি বিপুল ভোটে ব্যবধানে জয়ী হয়ে তারেক রহমান সাহেবকে উপহার দিবো, ইনশাআল্লাহ।































আপনার মতামত লিখুন :