News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৭ মে, ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

বিনা বৃষ্টিতে নগরীতে কৃত্রিম বন্যা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ৮, ২০২৫, ০৯:০৪ পিএম বিনা বৃষ্টিতে নগরীতে কৃত্রিম বন্যা

নারায়ণগঞ্জ নগরবাসীর কপালে দুর্ভোগের যেন শেষ নেই। সামান্য বৃষ্টি হলেই এই নগরীতে জলজটের সৃষ্টি হয়। শুরু হয় সাধারণ পথচারীদের দুর্ভোগ। এছাড়াও নিত্যদিনের নগরী জীবনের যানজটের দুর্ভোগ তো রয়েছেই। এর মধ্যে সিটি কর্পোরেশনে থেকে বিভিন্ন স্থানে ড্রেনের চলমান উন্নয়ন কাজ এই দুর্ভোগকে আরো কয়েকগুন বাড়িয়ে দিয়েছে।

সামান্য বৃষ্টিতেই নারায়ণগঞ্জ শহরে পানি জমে কৃত্রিম বন্যার দুর্ভোগের চিত্র নতুন নয়। তবে এবার বিনা মেঘেই নগরীরেতে কৃত্রিম বন্যা দেখা গিয়েছে।

বুধবার ৭মে বিকালে নগরীর চাষাড়া এলাকায় এ বন্যার দৃশ্য চোখে পড়ে। বঙ্গবন্ধু সড়কে অবস্থিত নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে থেকে চাষাঢ়া মার্কটাওয়ার পর্যন্ত এই কৃত্রিম বন্যা দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা গেছে, মার্কটাওয়ারের সামনে ড্রেন নির্মাণের কাজ চলছে। সেখানে ড্রেন নির্মাণের জন্য খুড়া গর্তে পানি ভর্তি হয়ে আছে। সেই পানি মটর লাগিয়ে সরাসরি রাস্তায় ফেলা হচ্ছে। এদিকে রাস্তার পাশের পানি নিস্কাশনের ড্রেন গুলো পরিপূর্ণ হয়ে পানি উপচে রাস্তায় এসে পড়ছে। ড্রেন গুলোর ছোট ছোট স্লাব খুলে রেখে দেওয়া হয়েছে। যাতে স্পষ্টই বুঝা যাচ্ছে ড্রেন সম্পূর্ন পরিপূর্ণ ভরে যাওয়ার ফলে পানি নিস্কাশন করতে পারছে না। ফলে চাষাঢ়ার মত ব্যস্ততম সড়কে কৃত্রিম বন্যা তৈরি হয়েছে।

সাধারণ পথচারীরা জানান, সিটি কর্পোরেশনের মেয়র আইভী থাকা অবস্থায় তাও একটি তদারকি ছিল। এখন যাতাবস্থা। যেন এই নগরীর কোন মা বাপ নেই। দায়িত্ব নিয়ে সাধারণ মানুষের কথা ভাবার মত কেউ নেই। যে যেমন ভাবে পাচ্ছে সেভাবেই নগরীরর মানুষকে দুর্ভোগ দিচ্ছে। যেন এই নগরীতে দুর্ভোগ দেওয়ার প্রতিযোগিতা শুরু হয়েছে।

জানতে সিটি কর্পোরেশনের নির্বাহী প্রৌকশলী (সিভিল) মো. ইসমাইল চৌধুরী জানান, ড্রেনের জন্য মাটি খোড়ার সময় ওয়াসার একটি লাইন লিকেজ হয়ে যাওয়াতে পানি চলে আসে। ওয়াশার পাইপ গুলো অনেক পুরনো হওয়ায় এমন সমস্যা সৃস্টি হচ্ছে। তখন মটর দিয়ে পানি সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু ওয়াশার লাইনের পানির স্প্রিড অনেক থাকে, ফলে ড্রেনের পানি অপসারণ হতেও টাইম নেয়, সে কারণে ড্রেন ভর্তি হয়ে পানি রাস্তায় চলে আসে।

Islam's Group