News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৩১ চৈত্র ১৪৩২

৩১ দফার মধ্যেই রাষ্ট্র মেরামতের যাবতীয় উপাদান : টুটুল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ১৪, ২০২৫, ০৯:৩০ পিএম ৩১ দফার মধ্যেই রাষ্ট্র মেরামতের যাবতীয় উপাদান : টুটুল

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শরীফ আহমেদ টুটুল বলেছেন, ‘বিগত আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৬ বছরে দুর্নীতির মাধ্যমে নিজেদের আখের গোছালেও দেশের অবস্থা ভঙ্গুর করে ফেলেছে। ভঙ্গুর হয়ে পরা এই দেশকে মেরামত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ৩১ দফার যেই ঘোষণা দেয়া হয়েছে, তা বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

বুধবার (১৪ মে) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির আয়োজনে সুমু মার্কেট এলাকায় অনুষ্ঠিত তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবির কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে শরীফ আহমেদ টুটুল এ কথা বলেন।

শরীফ আহমেদ টুটুল বলেন, পতিত স্বৈরাচারের আমলে আমি, আপনি, আপনারা সকলেই অন্যায়, অত্যাচার, হামলা, মামলা, জুলুম, নির্যাতনের শিকার হয়েছি। তাই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করে আমরা স্বৈরাচারীদের জবাব দিবো এবং সকল ষড়যন্ত্র উপেক্ষা করে এই দেশকে পূনরায় গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমরা মনে করি, তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত এই ৩১ দফার মধ্যেই রয়েছে রাষ্ট্র মেরামতের যাবতীয় উপাদান।’

তিনি আরও বলেন, ‘৩১ দফা শুধু বিএনপির নয়, এটা বিগত স্বৈরাচারের আমলে রাজপথে থাকা সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দলের। বড় দল হিসেবে এর বাস্তবায়নের দায় আমাদের ওপর বর্তায়। আসলে বিএনপি এই দেশের মাটি ও মানুষের কল্যাণে রাজনীতি করে। আমরা মানুষের জন্য কাজ করার ব্রত নিয়ে রাজনীতিতে এসেছি। আতীতে যেভাবে মানুষের সেবা করেছি, আগামীতেও করে যাবো ইনশাআল্লাহ।’

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক ১নং সহ-সভাপতি আবু মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভ‚ইয়া ও মাসুম বাবুল। এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল সহ অন্যান্য অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং এলাকার সাধারণ বাসিন্দারা।

Islam's Group