নারায়ণগঞ্জে দীর্ঘদিন ধরে চলা ওয়াসার পানির সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। বুধবার দুপুরে নগর ভবনে নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেনের সাথে সাক্ষাৎ করে এই দাবি জানান তারা।
এ সময় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এনসিপি দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী। তার সাথে ছিলেন কবি ও পরিবেশ কর্মী আরিফ বুলবুল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা যুগ্ম আহ্বায়ক ফারদিন শেখ, এনসিপির স্থানীয় সংগঠক কাওসার আলী রনি, রাহুল চৌধুরী সহ প্রমুখ।
সাক্ষাতের বিষয়ে শওকত আলী বলেন, নারায়ণগঞ্জে দীর্ঘদিন ধরে ওয়াসার পানির তীব্র সংকট চলছে। পানি আসলেও তা এতটাই দুর্গন্ধ এবং ময়লাযুক্ত যে সেটি মানুষের ব্যবহারের উপযোগী থাকে না। আমরা এই সমস্যার সমাধান চেয়ে সিটি করপোরেশনের প্রধান নির্বাহীর সাথে আলোচনা করেছি। তারা ওয়াসার দায়িত্ব নিলেও নগরবাসীর পানি সরবরাহের ক্ষেত্রে ব্যার্থতার পরিচয় দিয়ে আসছে।
আলোচনায় নাসিকের প্রধান নির্বাহী জাকির হোসেন আশ্বাস দিয়েছেন বলে জানান শওকত আলী। তিনি বলেন, নাসিকের সিও জানিয়েছেন আগামী এক সপ্তাহের মধ্যে নতুন ১০টি পাম্প স্থাপন করা হবে। এছাড়া এক মাসের মধ্যে পানির সংকট নিরসনে দৃশ্যমান উন্নতি হবে বলে আশ্বাস দেন।
শওকত আলী বলেন, আমরা আলোচনা শেষে নাসিককে এক মাস সময় দিয়ে এসেছি। এরমধ্যে সমস্যা সমাধান না হলে নারায়ণগঞ্জের মানুষকে নিয়ে রাস্তায় নামা ছাড়া উপায় থাকবে না। আমরা সিটি করপোরেশনের কাছে পানির সমস্যার স্থায়ী সমাধান চাই। জনগণ ভ্যাট ট্যাক্স দিয়ে পানি পাবে না, ময়লা গন্ধযুক্ত পানি পাবে। এটা চলতে পারে না।
আপনার মতামত লিখুন :