News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৩১ চৈত্র ১৪৩২

চামড়া নিয়ে চাঁদাবাজির চিন্তা থাকলে বাদ দিতে হবে : ডিসি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ১৪, ২০২৫, ১০:০৮ পিএম চামড়া নিয়ে চাঁদাবাজির চিন্তা থাকলে বাদ দিতে হবে : ডিসি

নারায়ণগঞ্জে কোরবানির পশুর চামড়া সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণে লবণ সরবরাহে কোন ঘাটতি নেই, সেই সাথে চামড়া কমপক্ষে নিদিষ্ট স্থানে কমপক্ষে ৭ থেকে ১০দিন সংরক্ষণে রাখার পরামর্শ দিয়েছেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।

বুধবার ১৪ মে দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কোরবানির পশুর চামড়া সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণে লবণের সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, চামড়া লবণ দিয়ে সংরক্ষণ করে থাকি। সেই লবণ সরবরাহের কোন ঘাটতি নাই। আপনারা কোন জায়গায় চামড়া গুলো রাখবেন আমরা এর সাথে যারা সংশ্লিষ্ট দপ্তর রয়েছে তাদের নিয়ে জায়গাটা নির্ধারণ করে। অবশ্যই কম পক্ষে ৭ দিন এবং সর্বোচ্চ ১০দিন চামড়া গুলো সংরক্ষণে পারবেন।

তিনি বলেন, চামড়া আমাদের মূল্যবান সম্পদ আমরা বিদেশে চামড়া রপ্তানি করে থাকি। চামড়া থেকে আমাদের দেশের অনেক শিল্প কারখানা নির্ভরশীল। এই কাঁচামাল যেন কোন অবস্থাতে নষ্ট না হয়। আমাদের সবাইকে সর্তকভাবে চামড়ার ব্যবস্থাপনা করতে হবে। কেউ যেন কোন প্রকার অসৎ উপায় অবম্বলন না করা হয়।

চমড়া নিয়ে জোর কিংবা চাঁদাবাজির বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, যদি চামড়া নিয়ে জোর কিংবা চাঁদাবাজি করার কারো চিন্তা থাকে তাহলে সেগুলো ভুলে যান। এ ধরণের কোন ঘটনা ঘটতে দিবো। যে এ ধরনের কাজ করতে তাদের আইনের আওতায় নিয়ে আসবো।

জেলা প্রশাসনের তথ্য মতে এবার নারায়ণগঞ্জ জেলায় কোরবানির পশুর সম্ভাব্য চাহিদা রয়েছে গরু/মহিষ ৭৫ হাজার ৬৫৫টি এবং ছাগল বা ভেড়ার চাহিদা রয়েছে ১০ হাজার ৮৮৪টি। মোট ৮৬হাজার ৫৪৯টি। 

গরু বা মহিষের জন্য প্রতি চামড়ায় লবণ প্রয়োজন ৮ কেজি করে ৬০৫ দশমিক ৩২ মেট্রিক টন এবং ছাগল/ ভেড়ার জন্য প্রতি চামড়ায় ৪ কেজি করে মোট ৪৩ দশমিক৫৩৬ মেট্রিক টন। সর্বমোট লবনের চাহিদা থাকবে ৬৪৮ দশমিক ৮৬ মেট্রিক টন। 

এদিকে লবণ ব্যবসায়ীদের দেওয়া তথ্য মধ্যে ইতোমধ্যে মার্কেটে লবণ মজুদ আছে প্রায় ২ হাজার মেট্রিক টন।

Islam's Group