নারায়ণগঞ্জের রূপগঞ্জে নুরুল হক নামে এক রাইস মিলের মালিককে হত্যার ঘটনায় ২ জনকে মৃত্যুদণ্ড ও ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ১৫ মে দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম এই রায় ঘোষণা করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুইজন হলেন, রূপগঞ্জের মৃত নুরুল হকের ছেলে মিলন মোল্লা ও কালীগঞ্জের মর্তুজাবাদ এলাকার আব্দুল্লাহর ছেলে সজীব।
সেই সাথে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হলেন, রূপগঞ্জের মো. বুরুজ মেম্বারের ছেলে মো. আলম মিয়া, মো. বজলুর রহমানের ছেলে মো. জোবায়ের রহমান, ইব্রাহীমের ছেলে মোজাম্মেল হক, মৃত নুরুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম, মো. আফসার উদ্দিনের ছেলে মো. আব্দুল হক, আব্দুর ছেলে মো. বাবুল মিয়া, হানিফ মোল্লার ছেলে লস্কর আহমেদ জীবন ও মৃত আসলামের ছেলে রহমত আলী। তাদের মধ্যে লস্কর আহমেদ জীবন ও রহমত আলী পলাতক রয়েছে।
কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান এর সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে ২০০৯ সালের ২০ আগস্ট সাজাপ্রাপ্তরা নুরুল হক তার রাইস মিল থেকে বাসায় ফেরার হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে। এই ঘটনায় তার স্ত্রী সালমা আক্তার বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সেই মামলার বিচার কাজ শেষে আদালত এই রায় ঘোষণা করেছেন।
আপনার মতামত লিখুন :