News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৩১ চৈত্র ১৪৩২

অটোরিকশা চালক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মে ১৪, ২০২৫, ০৯:০৪ পিএম অটোরিকশা চালক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামান হোসেন নামে এক অটোরিকশা চালক হত্যায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার ১৪মে দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, আড়াইহাজারে বাগদী এলাকার মোসলেম উদ্দিনের ছেলে আক্তার হোসেন (৩০), একই এলাকার মৃত আহমদ আলীর ছেলে মো. বাদশা (৩৫) ও নাগেরচরের মো. আহাদ আলীর ছেলে মো. সাইফুল ইসলাম(৩৭)। 

নিহত জামান উপজেলার ফতেহপুর ইউনিয়নের বগাদি গ্রামের শফিউদ্দিনের ছেলে। 

কোর্ট পুলিশের পরিদর্শক কাইউম খান এর সত্যতা নিশ্চিত করে বলেন, নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার একটি হত্যা মামলায় আদালত আসামীদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেছেন। 

আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির বলেন, ২০২০ সালের ৩০ মার্চ আড়াইহজারের ব্রাক্ষন্দী ইউনিয়নের মারুয়াদী এলাকায় লাল রঙের টেপ দিয়ে মুখ পেঁচানো, রশি দিয়ে হাত-পা বাঁধা ও দুই চোখ উপড়ানো অবস্থায় এক ব্যাটারি চালিত অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে লাশটি অটোরিকশা চালক জামানের লাশ হিসেবে সনাত করে তার পরিবার। সেই সাথে এই ঘটনায় তার ভাই জাকির হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। সেই মামলায় আদালত রায় ঘোষণা করেছেন।

Islam's Group