News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

সোনারগাঁয়ে সরকারি জমির উপর ১ হাজার দোকানপাট উচ্ছেদ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সোনারগাঁ প্রতিনিধি প্রকাশিত: মে ১৫, ২০২৫, ০৬:২৮ পিএম সোনারগাঁয়ে সরকারি জমির উপর ১ হাজার দোকানপাট উচ্ছেদ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়ক ও জনপদ বিভাগের (সওজ) জমিতে অবৈধভাবে গড়ে উঠা প্রায় হাজারখানেক স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশ।

বৃহস্পতিবার ১৫মে সকাল ১১ টা হতে বেলা ৩ টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

উক্ত অভিযানে নেতৃত্ব দিয়েছেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান।

দেখা গেছে, মোগরাপাড়া চৌরাস্তায় এলাকার মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে সড়ক দখল করে অসংখ্য দোকানপাট বসানো হয়েছিল। যা উদ্ধারে উচ্ছেদে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসের কর্মকর্তারা। 

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের নেতৃত্বে আমাদের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মোগরাপাড়া এরিয়া অসংখ্য দোকানপাট বসানো রয়েছে, যার মধ্যে আমরা শুধু আজ চট্টগ্রামমুখী লেনেই এই অভিযান করতে পারেছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান জানান, আমরা আজ সড়ক ও জনপদ বিভাগের জমিতে অবৈধভবে গড়ে উঠা এক হাজার দোকানপাট উচ্ছেদ করেছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। 

এসময় অভিযান চলাকালীন সময়ে আরও উপস্থিত ছিল, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ভূমি মঞ্জুর মোর্শেদ, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান মফিজুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।

Islam's Group