ফতুল্লার পাগলা বাজার এলাকায় ব্যবসায়ী জাহিদুল ইসলাম নান্টুকে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণের ঘটনায় একজন আটক করেছে র্যাব-১১ এর একটি দল। গ্রেপ্তারকৃতের নাম মো. তুহিন মিয়া (৩২)। সে ঢাকা শ্যামপুর ঢাকা ম্যাচ কলোনি এলাকার পান্না মিয়ার ছেলে।
শুক্রবার ১৬ মে বিকেল সাড়ে ৪টায় ফতুল্লার পিলকুনি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব-১১ এর এএসপি মো. আল মাসুদ খান প্রেরিত এক প্রেস বিবৃতিতে এ তথ্যা নিশ্চিত করা হয়েছে।
গ্রেপ্তারকৃত তুহিনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা চেষ্টা, বিস্ফোরক আইন, মাদক, চুরি সহ ৮টি মামলা রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফতুল্লা মডেল থানা হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য এর আগে গত ১ মে ফতুল্লার পাগলা বাজার এলাকায় আফসার করিম প্লাজার সামনে ব্যবসায়ী জাহিদুল ইসলাম নান্টুকে হত্যার উদ্দেশ্য এলোপাথারি গুলি চালায় দুর্বৃত্তরা।
ঘটনার দিন জাহিদুল ইসলাম নান্টু ব্যক্তিগত টয়োটা হেরিয়ার গাড়িতে ড্রাইভার শাহীনকে সহ ঘটনাস্থল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় মুন্সিখোলার দিক হইতে একটি অজ্ঞাত নামা মোটর সাইকেলে ৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি গাড়ির পিছনে মোটর সাইকেল রেখে ২ জন নেমে এলোপাথারি গুলি বর্ষন শুরু করে। এ সময় ব্যবসায়ী জাহিদুল ইসলাম নান্টু হাতে এবং পেটে গুলিবিদ্ধ হয়। বর্তমানে তিনি ঢাকার আজগর আলী হাসপাতালে লাইফ সার্পোটে রয়েছেন।
এ ঘটনায় তার বড় ভাই বাদী হয়ে ৩ মে ফতুল্লা থানায় অজ্ঞাত তিনজনকে আসামি করে ফতুল্লা থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করে ছিলেন।
আপনার মতামত লিখুন :